শেষ আপডেট: 29th August 2023 11:15
দ্য ওয়াল ব্যুরো: এবার কালনা থেকে রাখি যাচ্ছে লাদাখে (Kalna artists rakhi will go to Ladakh)।
সোসাইটির কর্ণধার তপন মোদক জানিয়েছে, বাংলার বাইরেও শিল্পীদের হাতে তৈরি পরিবেশবান্ধব রাখির চাহিদা দিন দিন বেড়েই চলেছে। তাতে শিল্পীরা তাঁদের হাতের কাজের ভালো দাম পাচ্ছে। এতে সারাবছর শিল্পীরা কাজ পাচ্ছে।
সোসাইটির শিল্পী জানান, ময়ূর পালকের রাখির চাহিদা বাজারের বেশি রয়েছে। তাছাড়া সরকারি অফিসগুলিতে নীল সাদা রাখি পাঠানো হচ্ছে।
রাখি উৎসবের আর বেশি দিন বাকি নেই। তাই নাওয়া-খাওয়া ভুলে তাই রাখি তৈরির দিন কাটছে শিল্পীদের। তাঁদের হাতে তৈরি রাখিতেই এবার ভাইয়ের মঙ্গলকামনা করবেন বোনেরা।