তিস্তার বিপর্যয়: পুনর্বাসন মেলেনি, অনশনে ক্ষতিগ্রস্তরা
শেষ আপডেট: 2nd October 2024 20:38
দ্য ওয়াল ব্যুরো: গত বছর এই সময়ে তিস্তার হড়পা বানে ভেসে গেছিল উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা। বিধ্বস্ত হয়েছিল সিকিম। ঘরবাড়ি ভেসে গেছিল জলের তোড়ে। বিপর্যয়ের এক বছর পেরিয়ে গেলে তিস্তাপাড়ের বাসিন্দাদের মেলেনি পুর্নবাসন ও ক্ষতিপূরণ। সেই দাবিতেই জাতীয় সড়কের পাশে অনশনে বসলেন ক্ষতিগ্রস্তরা। তিস্তাবাজারের ১০ নম্বর জাতীয় সড়কে পাশে ধর্না মঞ্চ বেঁধে অনশনে বসেছেন তাঁরা।
২০২৩ সালে ৪ অক্টোবর। প্রবল বৃষ্টিতে সিকিমে তিস্তার বাঁধ ভেঙে যায়। ফুলে ওঠে তিস্তা। ভয়াবহ হয়ে ওঠে। ভেসে যায় তিস্তার কূল। নদীর পাড়ের বাসিন্দারা ভিটে মাটি ছাড়া হয়। তিস্তার সেই ভয়ঙ্কর রূপ দেশবাসীকে নাড়িয়ে দিয়েছিল। সাংবাদ শিরোনামে উঠে এসেছিল বিধ্বস্ত সিকিমের ছবি।
এই ঘটনার পরে রাজ্য সরকার ক্ষতিগ্রস্তদের পরিবার পিছু ৭৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হয়।কিন্তু জাতীয় সড়ক উন্নয়ন কর্তৃপক্ষ ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাস দিলেও তা দেয়নি বলে অভিযোগ। এখনও ঘরছাড়া প্রায় ৮০টি পরিবার। এখনও তাঁরা আশ্রয় শিবিরে, অথবা আত্মীয়-স্বজনের বাড়িতে রয়েছেন।
এই বিষয়ে জনৈক অনশনকারী লক্ষ্মী লামা বলেন, "আমাদের চোখের জল মোছার কেউ নেই। এক বছর পার হয়ে গেলেও আমরা এখনও ক্ষতিপূরণ পাইনি। আমাদের ঘরবাড়ি সব বন্যায় চলে গিয়েছে। এখনও আমরা ঘরছাড়া। কোথায় যাব? যতক্ষণ না ক্ষতিপূরণ দেবে, ততদিন অনশন চালাব।"