শেষ আপডেট: 1st May 2023 17:19
দ্য ওয়াল ব্যুরো: কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিরুনেলভেলি সুব্বাইয়া শিবজ্ঞানমকে (justice ts sivagnanam) প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হল। কলেজিয়ামের সুপারিশ মেনে নিল কেন্দ্রীয় আইনমন্ত্রক।
দেশের শীর্ষ আদালতের কলেজিয়ম তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করে। শীর্ষ আদালতের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিজ্ঞপ্তি দিয়ে সুপারিশের কথা জানিয়েছিল। এর পর গত ৩০ মার্চ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে সেই নাম মঞ্জুর করে নতুন বিজ্ঞপ্তি জারি করে কেন্দ্রীয় আইনমন্ত্রক।
বিচারপতি শিবজ্ঞানমের জন্ম তামিলনাড়ুতে। ১৯৮৬ সালে আইনজীবী হিসাবে তাঁর নাম নথিভুক্ত হয়। দীর্ঘ ২৩ বছর আইনজীবী পেশায় থাকার পর ২০০৯ সালে মাদ্রাজ হাই কোর্টের অতিরিক্ত বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম।
২০১১ সালে তিনি স্থায়ী বিচারপতি হন। ১২ বছর বিচারপতি হিসাবে কাজ করার পর তাঁকে কলকাতা হাইকোর্টে স্থানান্তরিত করে সুপ্রিম কোর্ট। ২০২১ সালের ২৫ অক্টোবর হাইকোর্টের দ্বিতীয় প্রবীণ বিচারপতি হিসাবে শপথ নেন বিচারপতি শিবজ্ঞানম। এক বছর তিন মাসের বেশি সময় এই হাইকোর্টে বিচারপতি থাকার পর তিনি প্রধান বিচারপতির দায়িত্ব পেলেন।
বিএড উত্তীর্ণরাও প্রাথমিকের নিয়োগে অংশ নিতে পারবেন, পর্ষদকে ওয়েবসাইট খোলার নির্দেশ