শেষ আপডেট: 25th August 2023 02:28
দ্য ওয়াল ব্যুরো: পঞ্চায়েত ভোটে স্ট্রং রুমের ‘কারচুপি’ ধরতে বৃহস্পতিবার দুপুর কলকাতা হাইকোর্ট এজলাস থেকেই মেখলিগঞ্জে (Mekhliganj) ছুটেছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay)। টেকনিক্যাল প্রবলেমে সিসিটিভি ফুটেজ না খোলায় পঞ্চায়েত ভোট মামলা জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ থেকে কলকাতা হাইকোর্টে নিজের এজলাসেই স্থানান্তরিত করলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
মামলাকারী পক্ষের আইনজীবী কুণালজিৎ ভট্টাচার্য বলেন, “বৃহস্পতিবার রাত ৮ টায় ফের আদালত বসলে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই ফুটেজ কলকাতায় স্থানান্তরের নির্দেশ দেন এবং সেখানে এক্সপার্টদের সাহায্য নিয়ে ফুটেজ দেখার নির্দেশ দেন।”
এডিশনাল এডভোকেট জেনারেল জয়জিৎ চৌধুরী জানান, “এই মামলা কলকাতা হাইকোর্টে তার এজলাসেই স্থানান্তরের নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পাশাপাশি রাজ্য সরকার এবং রাজ্য নির্বাচন কমিশনকে তিন সপ্তাহ এবং মামলাকারীদের তারপরের দু’সপ্তাহের মধ্যে জবাবদিহি করবার নির্দেশ দিয়েছেন।”
কোচবিহার জেলার মেখলিগঞ্জের (Mekhliganj) স্ট্রং রুমে অসঙ্গতি করা হয়েছে, এই অভিযোগে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন নির্দল সহ মোট ১০ জন। ওই মামলায় বৃহস্পতিবার স্ট্রং রমের সিসিটিভি ফুটেজ নিয়ে আসার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay)।
আদালত সূত্রের খবর, মেখলিগঞ্জ থেকে রাজ্যের এক টেকনিক্যাল কর্মী সংশ্লিষ্ট সিসিটিভি ফুটেজ নিয়ে আদালতে হাজির হন। তিনি বিচারপতির কাছে সংশ্লিষ্ট সিসিটিভির ফুটেজ জমাও দেন। তবে সেটি কিছুতেই এজলাসের ল্যাপটপে খুলছিল না। কীভাবে ওই ভিডিও ফুটেজ খোলা সম্ভব, তা নিয়ে আলোচনার সময় ওই টেকনিক্যাল কর্মী বিচারপতিকে বলেন, ‘মেখলিগঞ্জে একটি সফটওয়্যার আছে, যা দিয়ে এই ফুটেজ খোলা যাবে।‘
একথা শোনার পর বিচারপতি কালক্ষেপ করেননি। জানিয়ে দেন, ‘তিনি এখনই মেখলিগঞ্জ যাবেন।’ এরপর তিনি বিকেল ৩.৪০ নাগাদ মেখলিগঞ্জ বেরিয়ে যান। সন্ধের আগেই মেখলিগঞ্জের সংশ্লিষ্ট এলাকায় পৌঁছন বিচারপতি। তবে টেকনিক্যাল প্রবলেমের কারণে সেখানেও সিসিটিভি ফুটেজ দেখতে পাননি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
আরও পড়ুন: পঞ্চায়েতের ভোটের ‘কারচুপি’ ধরতে হাইকোর্ট থেকে সটান মেখলিগঞ্জে বিচারপতি গঙ্গোপাধ্যায়