শেষ আপডেট: 26th September 2023 08:48
দ্য ওয়াল ব্যুরো: সন্তান জটিল রোগে আক্রান্ত এবং স্বামী প্রতিবন্ধী হওয়ায় বাড়ির কাছে বদলির আবেদন করেছিলেন এক শিক্ষিকা। জেলা স্কুল শিক্ষা দফতর থেকে সমস্যার সুরাহা না হওয়ায় আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি। ওই মামলাতেই আদালতে ভুল তথ্য জমা দেওয়ার ঘটনায় মুর্শিদাবাদের ডিআইকে ২ সপ্তাহের মধ্যে অপসারণের নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Gangopadhyay ordered the removal of Murshidabad DI)।
একই সঙ্গে মামলাকারীকে ৩ সপ্তাহের মধ্যে বাড়ির কাছের স্কুলে বদলি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি। মামলার পরবর্তী শুনানি হবে ৫ ডিসেম্বর। সেদিন রাজ্যকে রিপোর্ট জমা দিয়ে নির্দেশ কার্যকরের বিষয়ে আদালতে জানাতে হবে।
আদালত সূত্রের খবর, স্বামী ও সন্তান অসুস্থ থাকার কারণে নদিয়াতে বাড়ির কাছে বদলির আবেদন জানিয়ে আদালতের দারস্থ হয়েছিলেন মুর্শিদাবাদের স্কুল শিক্ষিকা বনানী ঘোষ। ওই মামলায় মুর্শিদাবাদের ডিআইয়ের কাছে আদালত জানতে চেয়েছিল, স্কুলে কত শিক্ষিক আছেন।
সূত্রের খবর, টিচার এর সঙ্গে প্যারাটিচার এর সংখ্যা যোগ করে আদালতে রিপোর্ট জমা দেন ডিআই। এখানেই বিরক্ত আদালত। কারণ, অন্য একটি মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর নির্দেশ ছিল, বদলির ক্ষেত্রে টিচার ও প্যারাটিচারের সংখ্যা এক করা যাবে না। এরপরই ভুল রিপোর্ট দেওয়ায় ডিআই-কে পদ থেকে অপসারণ এর নির্দেশ আদালতের।
আরও পড়ুন: হাওড়ার দাশনগরে সিবিআইয়ের তল্লাশি, তদন্ত প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিচারপতি