শেষ আপডেট: 25th September 2023 16:05
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি মামলায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তথা ইডির অফিসারকে (ED Officer) বেনজির ভর্ৎসনা করল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। লিপস অ্যান্ড বাউন্ডস তথা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) কোম্পানির ডিরেক্টরদের সম্পত্তি নিয়ে ইডির কাছে রিপোর্ট চেয়েছিল উচ্চ আদালত। সেই রিপোর্টকে অসম্পূর্ণ বলে মন্তব্য করে, রিপোর্টের ফাঁকফোকর নিয়ে এদিন ইডির অ্যাসিসট্যান্ট ডিরেক্টর মিথিলেশ কুমার রীতিমতো জেরা করেছেন বিচারপতি অমৃতা সিনহা (Justice Amrita Sinha)। বিচারপতির বহু প্রশ্নের সদর্থক উত্তর দিতে পারেননি মিথিলেশ। ইডির রিপোর্টেও সে সবের উল্লেখ নেই।
তা দেখে এদিন বিচারপতি সিনহা ইডি-র অফিসারকে বলেন, আপনাদের তদন্ত করার ট্রেনিং আছে তো? নাকি এই তদন্থ থেকে আপনি অব্যহতি চান? আমি কেমন যেন একটা গন্ধ পাচ্ছি। আমার তো সন্দেহ যে আপনারাই তথ্য গোপন করছেন।
জবাবে ইডির অফিসার বলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী যে তথ্য দিয়েছেন। সেটাই আদালতে পেশ করা হয়েছে। এ কথা শুনে আরও অসন্তুষ্ট হন বিচারপতি। তিনি বলেন, আপনি কি তদন্তকারী অফিসার নাকি পোস্ট অফিস? আপনাকে যা দিল আপনি সেটাই আদালতে পেশ করে দিলেন, নিজেরা তদন্ত করে দেখবেন না?
এই প্রশ্ন তুলে ফের রিপোর্টের দিকে তাকান বিচারপতি। তারপর বলেন, লিপস অ্যান্ড বাউন্ডসের একটা কারখানা ছিল দেখছি। সেটায় কী উৎপাদন হত? জবাবে ইডি অফিসার বলেন, জলের বোতল। তা শুনে বিচারপতি প্রশ্ন করেন, জলের বোতল নাকি জল ভর্তি বোতল? ওই কারখানার ভ্যালুয়েশন কত? লিপস অ্যান্ড বাউন্ডসের ভ্যালুয়েশন কত?
এর উত্তর দিতে না পারায় ফের ইডি অফিসারকে ভর্ৎসনা করেন বিচারপতি। সেই সঙ্গে তিনি বলেন, আপনারা কী ভেবেছেন, ধীরে সুস্থে তদন্ত করবেন, আর আপনাদের দেখার জন্য সবাই সব তথ্য জমিয়ে রেখে দেবে?
লিপস অ্যান্ড বাউন্ডসে অভিষেকের মা লতা বন্দ্যোপাধ্যায় ও বাবা অমিত বন্দ্যোপাধ্যায়ও ডিরেক্টর। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে কিনা সেই প্রশ্নও এদিন তুলেছেন বিচারপতি। ইডির কাছ থেকে এর কোনও সদুত্তর না পেয়ে বিরক্তি প্রকাশ করেছে আদালত। বিচারপতি বলেন, ১৮৮এ হরিশ মুখার্জি স্ট্রিটের বাড়ি কার নামে? সেটা কি সম্পত্তির তালিকায় রয়েছে? কেন নেই? এ প্রশ্ন কে করবে? সম্পত্তির তালিকায় তা না থাকলে তথ্য গোপন করার অভিযোগে কেন ব্যবস্থা নেওয়া হবে না?
বিচারপতি সিনহা এদিন নির্দেশ দিয়েছেন, লিপস অ্যান্ড বাউন্ডসের বাকি দুই ডিরেক্টরের সম্পত্তির তালিকাও আদালতে পেশ করতে হবে। সেই সঙ্গে কোম্পানি শুরুর দিন থেকে সমস্ত ক্লায়েন্ট, সমস্ত লেনদেনের পরিমাণ আদালতকে জানাতে হবে। শুধু তাই নয়, লিপস অ্যান্ড বাউন্ডসের সমস্ত কর্মীর ব্যাঙ্ক স্টেটমেন্টও আদালতে পেশ করার নির্দেশ দিয়েছেন বিচারপতি সিনহা।
আরও পড়ুন: দত্তপুকুর বাজি বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার আইএসএফ নেতা! মাস খানেক ফেরার ছিলেন রমজান