শেষ আপডেট: 14th October 2024 13:49
দ্য ওয়াল ব্যুরো: অনিকেত, অনুষ্টুপ, পুলস্ত্যের পর এবার অসুস্থ জুনিয়র ডাক্তার তনয়া পাঁজা। আন্দোলনকারীরা জানাচ্ছেন, অন্য অনশনকারীদের তুলনায় তাঁর শারীর একটু বেশি খারাপ হয়েছে। তবুও অনশনমঞ্চ ছাড়তে নারাজ তিনি।
জুনিয়র ডাক্তার দেবাশিস হালদার বলেন, ‘তনয়ার শরীরটা খারাপ। মাথা ঘুরছে। আমাদের মেডিক্যাল টিম ওঁকে পর্যবেক্ষণে রেখেছে। অন্যদের শরীরের অবস্থাও খারাপ।’ রবিবার রাত সাড়ে ৮টা নাগাদ অনশনকারীদের যে স্বাস্থ্য পরীক্ষা হয়েছিল, তাতে তনয়ার রক্তচাপ কমে হয়েছিল ৯৮/৭০। পালস রেট ৭৮ এবং সিবিজি ৬৩। মূত্রে কিটোন বডি বেড়েছে ৩+। সিনিয়র ডাক্তাররা আগে থেকেই বলেছিলেন সিবিজি ৬০-এর নীচে নেমে গেলেই তা যথেষ্ট উদ্বেগের কারণ।
আরজি করের ঘটনার প্রতিবাদ-সহ দশ দফা দাবিতে মিছিল, আন্দোলনের পাশাপাশি আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা। তাঁদের মধ্যে অনেকেই অসুস্থ হয়ে হাসপাতালে এই মুহূর্তে চিকিৎসাধীন। সেই শূন্যস্থান পূরণ করতে নতুন করে অনশনে বসছেন অন্য জুনিয়র ডাক্তাররা। সোমবার সকাল থেকে শিলিগুড়িতে আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তার সন্দীপ মণ্ডল। তিনি উত্তরবঙ্গ মেডিক্যালের ইএনটি বিভাগের পিজিটির দ্বিতীয় বর্ষের পড়ুয়া। সন্দীপ অনশনে বসায় এখন কলকাতা-শিলিগুড়ি মিলিয়ে অনশনরত জুনিয়র ডাক্তারের সংখ্যা বেড়ে দাঁড়াল আট জন।
অন্যদিকে অনিকেত মাহাতো, অনুষ্টুপ মুখোপাধ্যায়, পুলস্ত্য আচার্য, অলোক ভার্মারা হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁদের অবস্থা এখন খানিকটা স্থিতিশীল হলেও আশঙ্কা কাটেনি। দশ দফা দাবিতে অনড় অনশনকারীরা। তাঁদের সাফ কথা, সরকার দাবি পূরণ না করা পর্যন্ত আন্দোলনের পথ থেকে সরে আসার প্রশ্নই ওঠে না।