শেষ আপডেট: 11th February 2023 16:01
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: অধীর নামটি তাঁর মা-বাবার দেওয়া। তবে সত্তর ছুঁইছুঁই অধীরবাবু কিন্তু অভিজিৎ নামেই এখনও লড়াই চালিয়ে যাচ্ছেন। লুপ্তপ্রায় বহুরূপী শিল্পকে ( Mime Artist ) বাঁচিয়ে রাখার লড়াই।
জয়নগরের পাঁচঘড়া গ্রামের বাসিন্দা তিনি। একসময় যাত্রার পেশাদারি মঞ্চে চুটিয়ে অভিনয় করেছেন। সূচনাপর্বে পিঠ চাপড়ে দিয়েছিলেন উত্তমকুমারও। অভিনয় করেছেন অমানুষ, অনুসন্ধান, অন্যায় অবিচারের মতো একাধিক ছবিতে। এখন অভিনয় জগতের সঙ্গে প্রত্যক্ষ যোগাযোগ আর নেই। কিন্তু বহুরূপী সেজে আম আদমির দরবারে পৌঁছে নিজের সৃষ্টিশীল সত্ত্বাটাকে বাঁচিয়ে রাখছেন অধীরবাবু।
আইনি পদক্ষেপের হুঁশিয়ারি অমর্ত্য সেনের, বিশ্বভারতীকে চিঠি দিলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ