শেষ আপডেট: 15th July 2021 08:50
শনিবার রাজ্য জয়েন্ট, গণপরিবহণ সচল রাখতে জেলাগুলিকে নির্দেশ নবান্নের
দ্য ওয়াল ব্যুরো: আগামী ১৭ জুলাই, শনিবার রাজ্যের জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের ইঞ্জিনিয়ারিং প্রবেশিকা রয়েছে। গোটা রাজ্যে কয়েক লক্ষ ছাত্রছাত্রী সেই পরীক্ষা দেবেন। কোভিড পরিস্থিতিতে যাতে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে অসুবিধা না হয় তার জন্য জেলাগুলিকে নির্দেশ দিল নবান্ন। করোনা নিয়ে গতকালই নবান্নের তরফে নয়া নির্দেশিকা জারি করা হয়েছে। যা কার্যকর থাকবে ১৬ জুলাই থেকে ৩০ জুলাই পর্যন্ত। তাতে লোকাল ট্রেন বাদে ৫০ শতাংশ যাত্রী নিয়ে সমস্ত গণপরিবহণেই ছাড় দেওয়া হয়েছে। ওই দিন যাদে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে পৌঁছতে কোনও বাধার মধ্যে পড়তে না হয় তার জন্য জেলাশাসকদের সতর্ক থাকার নির্দেশ দিল রাজ্য সরকার। রাজ্য নতুন যে নির্দেশিকা জারি করেছে তাতে বলা হয়েছে শনি ও রবিবার বাদ দিয়ে বাকি পাঁচ দিন মেট্রো চলবে। তবে ইঞ্জিনিয়ারিং পরীক্ষা হবে শনিবার। শুধু মাত্র ওই দিনের জন্য মেট্রো চলার ক্ষেত্রে রাজ্য সরকার অনুমতি দেয় কি না সেটাও দেখার। গণপরিবহণ স্বাভাবিক রাখার পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থা ও আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখার কথাও বলা হয়েছে জেলাপ্রশাসনের কর্তাদের। সেই সঙ্গে পরীক্ষা কেন্দ্রে যাতে যথাযথ ভাবে কোভিড বিধি বজায় থাকে তা সুনিশ্চিত করতে স্থানীয় থানাগুলিকে ভূমিকা নেওয়ার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার।