বিজেপি ছেড়ে তৃণমূলে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীর বোন
শেষ আপডেট: 21st October 2024 18:18
দ্য ওয়াল ব্য়ুরো, আলিপুরদুয়ার: সামনেই উপনির্বাচন। কয়েকদিন আগেই শুভেন্দু অধিকারী বলেছিলেন, 'তৃণমূল থার্ড হবে'। বিরোধী দলনেতার এই চ্যালেঞ্জই ধাক্কা খেল আলিপুরদুয়ারে। প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বোন মেরিনা কুজুর যোগ দিলেন তৃণমূলে।
রবিবার নাগরাকাটায় তৃণমূলের বিজয়া সম্মেলনী অনুষ্ঠান ছিল। সেখানেই অনুগামীদের সঙ্গে নিয়ে বিজেপি ছেড়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নেন মেরিনা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির সভাপতি মহুয়া গোপ, নাগরাকাটার ব্লক কমিটির সভাপতি প্রেম ছেত্রীরা।
২০১৮ সালে পঞ্চায়েত ভোটে সুলকাপাড়া এলাকা থেকে বিজেপির প্রার্থী ছিলেন মেরিনা। তিনি জয়ীও হন। তবে ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি তাঁকে টিকিট দেয়নি। এদিন মেরিনার সঙ্গে তৃণমূলে যোগ দিয়েছেন সিপিএমের টিকিটে নির্বাচিত চম্পাগুড়ি গ্রাম পঞ্চায়েতের অরবিন্দ গুড়িয়া।
দলবদল নিয়ে মেরিনা জানিয়েছেন, এই সিদ্ধান্ত তাঁর একান্ত ব্যক্তিগত। দাদা জন বার্লার সঙ্গে এই প্রসঙ্গে তাঁর কোনও আলোচনা হয়নি। মুখ্যমন্ত্রী উন্নয়নেক কাজ দেখে তিনি প্রভাবিত। তাই তিনি তৃণমূলে যোগ দান করেছেন। শুধু তাই নয় বিজেপির বিরুদ্ধেও ক্ষোভ উগরে দিয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রীর বোন। মেরিনার দাবি, তিনি বিজেপির কাছ থেকে কোনও সহযোগিতা পাননি। তবে বোনের দল বদল নিয়ে কোনও মন্তব্য করেননি জন বার্লা।
এই ঘটনা প্রসঙ্গে বিজেপির নাগরাকাটা এক নম্বর অঞ্চলের মণ্ডল সভাপতি বরুণ মিত্রের কথায়, "মেরিনা বিজেপির পঞ্চায়েত সদস্য হিসাবে পদে থাকলেও তিন বছর ধরে দলে তিনি সক্রিয় ছিলেন না। তাঁর তৃণমূলে যোগদানের ঘটনা বিজেপিতে কোনও প্রভাব ফেলবে না।" জলপাইগুড়ির জেলা বিজেপি নেতা সৌজিৎ সিংহের দাবি, "মেরিনা কুজুর সরাসরি বিজেপিতে ছিলেনই না।"