শেষ আপডেট: 7th November 2024 01:13
দ্য ওয়াল ব্যুরো: গয়েড়কাটা চা বাগানে মাদারিহাট বিধানসভার উপনির্বাচনের প্রার্থী জয়প্রকাশ টোপ্পোর সঙ্গে খোশ মেজাজে দেখা গেল প্রাক্তন বিজেপি সাংসদ জন বার্লাকে। বাড়িতে শাসক দলের নেতাদের সঙ্গে বৈঠকও করেন তিনি। ফুল বদল নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। যদিও আদিবাসী বিকাশ পরিষদের একটি বৈঠকের প্রস্তুতি সভা হিসেবে তৃণমূল নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বলে জানালেন প্রাক্তন বিজেপি সাংসদ।
সোমবার ডুয়ার্সের বাড়িতে তৃণমূল নেতাদের সঙ্গে দফায় দফায় বৈঠক করেন জন বার্লা। প্রায় চার ঘণ্টা বৈঠক করেন তিনি। সূত্রের খবর, ওই দিন আলিপুরদুয়ার জেলা নেতৃত্বের বিরুদ্ধে নাম না করে ক্ষোভ উগরে দেন তিনি। চা বাগানের কাজ হচ্ছে না-সহ একাধিক অভিযোগ তোলেন বলে শোনা যায়। তারপরই বিন্নাগুড়িতে তৃণমূল প্রার্থীর সঙ্গে দেখা যায় তাঁকে।
রাজনৈতিক মহলের দাবি, উপনির্বাচনে বিজেপির হয়ে নয়, তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করছেন এই নেতা। সকালে বিন্নাগুড়ি বিকেলে গয়েড়কাটা। তৃণমূল পঞ্চায়েত সদস্যার বাড়িতে বৈঠক করেন। খোশ মেজাজে দেখা যায় জন বারলাকে। তবে, তিনি নিজে দল বদলের কথা অস্বীকার করেছেন।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে জন বার্লা বলেন, 'নতুন করে বিকাশ পরিষদ শুরু করছি।' বিজেপির হয়ে প্রচার করা নিয়ে তাঁর দাবি, 'এখন আমি নিরপেক্ষ।' তৃণমূল প্রার্থীর হয়ে প্রচার করছেন? উত্তরে তিনি জানান, সৌজন্য সাক্ষাৎ করেছেন। আর কিছুই নয়।
প্রসঙ্গত, আদিবাসী বিকাশ সংগঠনের নেতা জন বার্লা আগে থেকেই। সেই সংগঠনের হয়েই বর্তমানে কাজে ব্যস্ত তিনি। এমন জানান।
এবারের লোকসভা ভোটে বার্লাকে টিকিট দেয়নি বিজেপি। পরিবর্তে মনোজ টিগ্গাকে টিকিট দেয়। সূত্রের খবর, ভোটে জেতার পর থেকেই এলাকায় একচেটিয়া দাপট শুরু করেছেন মনোজ। তার জেরে ক্রমশ কোনঠাসা হয়েই বার্লা দল বদলাতে মরিয়া বলে খবর।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সরাসরি মনোজ টিগ্গার নামোল্লেখ করে ক্ষোভ উগরে দিয়েছিলেন বার্লা। বলেছিলেন, 'এমন ভাবখানা যে ও শুধু এমপি নয়, ওই জেলায় দলের জেলার চেয়ারম্যান, ওই যেন বিধায়ক। ওয়ান ম্যান আর্মি যাকে বলে আর কি! ও যদি একাই সব বুঝে নিতে পারে তাহলে বাকিদের দলে থেকে লাভ কি?'
টিকিট না পেয়ে গত লোকসভা ভোটের প্রচারে দেখা যায়নি বার্লাকে। এবারেও উপ নির্বাচনের প্রচারে বেরোননি তিনি। বলছেন, 'মনোজ টিগ্গা তো ওয়ান ম্যান আর্মি! দেখি, আমাকে ছাড়া উপ নির্বাচনে বিজেপি জিততে পারে কি না!'
তবে দল বদল নিয়ে জন নিজে এখনও কোনও মন্তব্য না করলেও তৃণমূলের আলিপুর দুয়ারের মুখপাত্র দুলাল দেবনাথ বলেন, 'অপেক্ষা করুন, আর তো ক'টা দিন। সময় হলেই সব দেখতে পাবেন।'