শেষ আপডেট: 22nd January 2025 22:03
দ্য ওয়াল ব্যুরো: রাত পোহালেই বৃহস্পতিবার আলিপুরদুয়ারে সুভাষিণী চা বাগানের মাঠে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা। সরকারি ওই সভায় যোগ দেওয়ার আগে নিজের দল এবং কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব হলেন বিজেপি-র প্রাক্তন সাংসদ জন বার্লা।
ফলে জনের তৃণমূল যোগ নিয়ে জল্পনা আরও বেড়েছে উত্তরবঙ্গে। যদিও এ ব্যাপারে এখনই পরিষ্কার করে কিছু বলেননি জন। বরং জল্পনা উস্কে তিনি বলেছেন, "এটা সরকারি অনুষ্ঠান। এ ব্যাপারে এখনই কিছু বলব না. বাকিটা আগামী দিনে আপনারা জানতে পারবেন।"
এরপরই নিজের দল এবং কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করে প্রাক্তন বিজেপি সাংসদ বলেন, "উত্তরবঙ্গের মানুষ বিপুল ভোটে বারেবারে বিজেপিকে জিতিয়েছে। চাইলে কেন্দ্রীয় সরকার চা বাগানের অনেক উন্নতি করতে পারত। কিন্তু দলের কিছু লোকের জন্য সেটা হয়নি।"
তাই চা বাগানের শ্রমিকদের এবং এলাকার জনজাতি মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সরকারি বৈঠকে মুখ্যমন্ত্রীর কাছে তিনি হাজির হবেন বলেই জানিয়েছেন প্রাক্তন বিজেপি সাংসদ।
পর্যবেক্ষকদের অনেকের মতে, শুধুমাত্র চা বাগানের দাবি দাওয়া জানানোর জন্যই মুখ্যমন্ত্রীর সভায় প্রাক্তন বিজেপি সাংসদ উপস্থিত হবেন, এমনটা নয়। ওই মহলের মতে, নিজের দল বদলের পথ মসৃণ করে রাখার কাজটাই সেরে রাখছেন জন বার্লা।
প্রসঙ্গত, এবারের লোকসভা ভোটে জনকে টিকিট দেয়নি বিজেপি। পরিবর্তে মনোজ টিগ্গাকে টিকিট দিয়েছিল। যা নিয়ে ক্ষুব্ধ প্রাক্তন বিজেপি সাংসদ প্রকাশ্যে একাধিকবার দলের বিরুদ্ধে একাধিক মন্তব্য করেছেন। গত নভেম্বরে আলিপুরদুয়ারের তৃণমূল নেতাদের সঙ্গে একান্তে বৈঠকও করেন জন। তখন থেকেই দলবদল নিয়ে জল্পনা চড়ছিল। এমনকী এবারেও উপ নির্বাচনের প্রচারেও বেরোননি তিনি।
এ প্রসঙ্গে জানতে চাওযা হলে এদিনও বিজেপির প্রতি তীব্র ক্ষোভ উগরে জন বার্লা বলেন, "বিজেপি থেকে এখনও সম্মান পাই না"।