শেষ আপডেট: 23rd May 2023 10:32
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: চাকরি বিক্রিতে (Job Scam) এবার নাম জড়াল গাইগাটার এক তৃণমূল (TMC) উপপ্রধানের স্বামীর। স্কুলে চাকরি (School Job) দেওয়ার নাম করে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ তুলেছেন তাঁদেরই এক আত্মীয়। ঘটনা ঘিরে রাজনৈতিক পারদ চড়ছে গাইঘাটা থানার (Gaighata Police) ঝাউডাঙা গ্রাম পঞ্চায়েত এলাকায়।
তাঁর বিরুদ্ধে অভিযোগ, ২০১৭ সালে স্কুলে চাকরি দেওয়ার নাম করে এক দূরসম্পর্কের আত্মীয় রামকৃষ্ণ বালার কাছ থেকে ১০ লক্ষ টাকা নিয়ে ছিলেন।
রামকৃষ্ণবাবুর অভিযোগ, আত্মীয় হওয়ায় সমীর ও তাঁর স্ত্রীর বাড়িতে যাতায়াত ছিল। সেই সময় সমীর রামকৃষ্ণবাবুর বড় ছেলেকে স্কুলে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলেন। সেই চাকরি করিয়ে দেওয়ার জন্য টাকাও চান সমীর। দাবি মতো ১০ লক্ষ টাকা সমীরকে দেন রামকৃষ্ণ। কিন্তু ছেলের চাকরি হয়নি। পরে সেই টাকা সমীরের কাছ থেকে ফেরত চাইতে গেলে সেটা আর পাননি। দীর্ঘদিন ধরে ওই টাকা ফেরত না পাওয়ায় সমীর বিশ্বাসের বিরুদ্ধে গাইঘাটা থানায় তিনি অভিযোগ দায়ের করেছেন।
উপপ্রধানের স্বামীর নাম চাকরি দুর্নীতিতে জড়ানোয় এলাকায় গুঞ্জন শুরু হয়েছে। বিরোধীরা সরব শাসক দলের বিরুদ্ধে । স্থানীয় বিজেপি নেতা দেবদাস মণ্ডল অভিযোগ, তৃণমূলের চাকরি বিক্রির কথা নতুন কিছুই না। হাইকোর্টে এবিষয়ে এক পর এক শাসকদলের নেতা-মন্ত্রীর বিরুদ্ধে দুর্নীতির মামলা চলছে। তৃণমূলের এটা ব্যবসা হয়ে গিয়েছে। যারা এমন কাজ করেছে তাদের জেলে দেওয়া উচিত।
স্থানীয় তৃণমূল নেতা অভিজিৎ বিশ্বাস জানান, দলের শীর্ষ নেতৃত্ব দুর্নীতি বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিগ্রহণ করেছে। সেক্ষেত্রে দলের কারও দুর্নীতির সঙ্গে যুক্ত থাকার প্রমাণ পেলেই, তাঁদের বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।
যদিও মূল অভিযুক্ত সমীর বিশ্বাস জানান, রামকৃষ্ণ বালা তাঁদের আত্মীয়। তিনি সুদের ব্যবসা করেন। গত পাঁচ বছর আগে সমীরবাবুর বাবা মারা যাওয়ার পর বড় অঙ্কের টাকার প্রয়োজন পড়েছিল। তাই পিসির ছেলে বাবলু বালার সুপারিশেই তিনি রামকৃষ্ণ বালার কাছ থেকে চড়া সুদে টাকা ধার নিয়ে ছিলেন। এর পর সুদের টাকাও মেটানো হয়েছিল। কিন্তু আসল মেটানো নিয়ে সমস্যা দেখা দেয়। সমস্যা মেটাতে রামকৃষ্ণর সঙ্গে দেখা করতে চাইলেও তাঁরা টালবাহানা করতে থাকেন। চাকরি দেওয়ার নাম করে টাকা নেওয়ার কথা সম্পূর্ণ মিথ্যে বলেই দাবি করেছেন সমীরবাবু।
কলকাতায় মন্দিরে বিয়ে করলেন সমকামী যুগল! প্রেমের টানে বনগাঁ থেকে পালিয়ে এলেন