শেষ আপডেট: 6 March 2023 05:23
দ্য ওয়াল ব্যুরো: শিলিগুড়ি, আসানসোল এবং দুর্গাপুরে সপ্তাহদুয়েক আগেই ৫জি পরিষেবা দিতে শুরু করেছিল রিলায়েন্স জিও (Jio 5G) । এবার বাংলার আরও পাঁচটি শহরে ৫জি পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি।
গত ২৮ ফেব্রুয়ারি নতুন একটি ঘোষণায় রিলায়েন্স (Reliance) জিওর তরফে জানানো হয়েছে, পশ্চিমবঙ্গের বর্ধমান, বহরমপুর, ইংরেজবাজার হাবরা এবং খড়্গপুরে ৫জি পরিষেবা চালু করা হল। সব মিলিয়ে এখন থেকে রাজ্যের মোট ৮টি শহরে জিও ৫জি পরিষেবা পাচ্ছেন মানুষ।
শুধু বাঙলাতেই নয়, দেশের বারোটি রাজ্য জুড়ে আরও ২৫টি শহরের ৫জি পরিষেবা চালু করল রিলায়েন্স জিও। এখনও পর্যন্ত সব মিলিয়ে দেশজুড়ে ৩০৪টি শহরের বাসিন্দারা জিও ৫জি পরিষেবার সুবিধা পাবেন। যে শহরগুলিতে নতুন করে ৫জি পরিষেবা চালু হল, সেখানকার জিও উপভোক্তারা ওয়েলকাম অফারের সুবিধা পাবেন। সেক্ষেত্রে কোনও অতিরিক্ত চার্জ ছাড়াই ১ জিবিপিএস-এরও বেশি স্পিডে আনলিমিটেড ডেটার সুবিধা পাবেন তাঁরা।
গত বছর পয়লা অক্টোবর দেশজুড়ে ৫জি পরিষেবার উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এয়ারটেল, ভোডাফোনের পাশাপাশি জিও এই পরিষেবা দেওয়ার কথা ঘোষণা করেছিল। জানুয়ারি মাসেই বাংলার আসানসোল, দুর্গাপুর সহ দেশের ৫০টি শহরে ৫জি পরিষেবা চালু করা হয়েছিল। তার ১ মাস কাটতে না কাটতেই পশ্চিমবঙ্গের আরও ৫টি শহরে ৫জি পরিষেবার কথা ঘোষণা করল জিও।
উল্লেখ্য, কেন্দ্র সরকার মোট ১.৫ লক্ষ কোটি টাকার টেলিকম স্পেকট্রাম নিলামের সিদ্ধান্ত নিয়েছিল। এই নিলামে সকলকে পেছনে ফেলে ছক্কা হাঁকিয়েছিলেন মুকেশ আম্বানি। ৮৮,o৭৮ লক্ষ কোটি টাকার টেলিকম স্পেকট্রাম কিনেছিল জিও।
জিও আশ্বাস দিয়েছিল, যত দ্রুত সম্ভব দেশের কোণায় কোণায় ৫জি পরিষেবা পৌঁছে দেওয়া হবে। বলাই চলে, এদিনের ঘোষণার পর জিও আরও একধাপ এগিয়ে গেল সেই প্রতিশ্রুতির পূরণের দিকে।
জিভ ছিঁড়ে নেব, গুঁড়িয়ে দেওয়া হবে হাত-পা, তৃণমূল বিধায়ক ইদ্রিসের বেনজির হুঙ্কার