শেষ আপডেট: 16th September 2024 19:15
দ্য ওয়াল ব্যুরো: নামেই মহাকাল ধাম মেলা । আসলে জিলিপির মেলা। মাত্র একদিনের এই মেলায় দূর দূরান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ এসে ভিড় করেন।
দর্শনার্থীদের কথায়, অন্তত ২০ টি জিলিপির দোকান বসেছে এ'বছর। পুজো দিতে এসে শুধু মেলা ঘুরলেই হয় না, জিলিপিও কিনতে হয়। না হলে নাকি এখানে আসাই অসম্পূর্ণ থেকে যায়।
আলিপুরদুয়ার ২ ব্লকের মহাকালগুড়ি গ্রাম। সেখানেই বইছে ধরসি নদী। ভাদ্র মাসের শেষের দিকের এক রবিবার এই মেলা বসে। নদীর ধার ঘেঁষে মহাকালধামে পুজো দেওয়ার জন্য লাইন পড়ে যায়।
এবছরও কম করে ৪০০ দোকানের পসরা বসেছে। পুজোর সরঞ্জাম থেকে শুরু করে খেলনা কিছুই বাদ যায় না মেলায়। কিন্তু তার থেকেও বেশি নজর কাড়ে এই জিলিপির পসরা।
চিনি দিয়ে তৈরি সাদা রং থেকে শুরু করে চেনা কমলা রঙের জিলিপি পাওয়া যায় এই মেলায়। কিন্তু, গতে বাঁধা জিলিপি খাওয়ার চেয়ে দর্শনার্থীরা সাদা জিলিপিতেই মজেন বেশি।
বিক্রেতাদেরও ফুরসৎ মেলে না। এই সময়েই তাঁরা লাভের মুখ দেখেন। অবশ্য আগে গুড়ের জিলিপি বিক্রি হলেও এখন আর তা খুব একটা হয় না।
বনবস্তির বাসিন্দারা তো বটেই, গোরুমারা সংলগ্ন এই গ্রামের বাসিন্দাদের বিশ্বাস, মহাকাল ধামে পুজো করলেই সারা বছর তাঁরা বন্যপ্রাণীর হাত থেকে রক্ষা পাবেন।