শেষ আপডেট: 27th August 2023 10:11
দ্য ওয়াল ব্যুরো: নিয়োগ দুর্নীতি কাণ্ডে শুভেন্দু অধিকারীকে নিশানা করলেন ধৃত তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ সাহা (Jiban Krishna saha targeted Suvendu Adhikari)। শুক্রবার আলিপুরের জজকোর্টে পেশ করা হয়েছিল তাঁকে। আদালত থেকে বেরিয়ে ভ্যানে ওঠার মুখে বললেন, “এর আগে আপনারা তাঁকে দেখেছেন টিভিতে টাকা নিতে। যাঁকে টিভিতে টাকা নিতে দেখা গিয়েছে, তাঁকে গ্রেফতার করা হচ্ছে না কেন? সিবিআই দফতরে যাঁর ফোন আসে, তাঁকে কেন গ্রেফতার করা হচ্ছে না?”
জীবনকৃষ্ণ বলেন, “কেন্দ্রীয় এজেন্সিকে রোজ ফোন করে যাচ্ছেন শুভেন্দু অধিকারী। তাকে তো নারদার টাকা কাগজে মুড়ে নিতে দেখা গেছিল, তাঁর বিরুদ্ধে কেন কোনও অভিযোগ হচ্ছে না, তাকে কেন গ্রেফতার করা হচ্ছে না।”
চলতি বছরের ১৫ এপ্রিল নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত জীবনকৃষ্ণের কান্দির বাড়িতে হাজির হয়েছিলেন সিবিআই গোয়েন্দারা। টানা ৬৫ ঘণ্টা জেরার পর তাঁকে গ্রেফতার করে সিবিআই। এই সময়ে তার মোবাইল ফোন নিয়ে যে কাণ্ড হয়েছিল তাকে নাটক বললেও কম বলা হয়। তথ্য গোপন করতে নিজের দুটি মোবাইল ফোন পুকুরে ছুড়ে ফেলার অভিযোগ ওঠে বিধায়কের বিরুদ্ধে। দীর্ঘ চেষ্টায় পুকুর থেকে উদ্ধার হয় সেই দুটি ফোন। পরে সেই ভেজা ফোন ঘেঁটেই বিশেষজ্ঞরা সমস্ত তথ্য উদ্ধার করেন বলে দাবি। এপ্রিল মাসে গ্রেফতারের পর থেকে জেলেই রয়েছেন তৃণমূল বিধায়ক জীবনকৃষ্ণ। তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে হাইকোর্টেও।
আরও পড়ুন: একই গজল রোজ গাইছেন, অন্য কিছু বলুন, জীবনকৃষ্ণ মামলায় সিবিআইকে বিচারক