শেষ আপডেট: 30th May 2023 08:22
দ্য ওয়াল ব্যুরো, ঝাড়গ্রাম: দুটি রহস্যমৃত্যুর (Unnatural Death) ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়গ্রামে (Jhurgram)। মঙ্গলবার ভোর পাঁচটা নাগাদ আগুইবনি নেতুরা বাসস্ট্যান্ড এলাকার একটি বাড়ি থেকে উদ্ধার হয় পঞ্চাশ বছরের এক ব্যক্তির ক্ষতবিক্ষত মৃতদেহ। মৃতের নাম রজত কুমার বায়েন। সন্তানদের নিয়ে চারদিন আগেই তাঁর স্ত্রী বাপেরবাড়ি গিয়েছেন। তারপর থেকে একবারের জন্যও রজতকে বাড়ির বাইরে বেরোতে দেখননি প্রতিবেশীরা।
রজতের ভাই প্রসেনজিৎ কুমার বায়েন জানান, তাঁরা তিন ভাই আলাদা থাকেন। পারিবারিক বিবাদ থাকায় কেউ কারও সঙ্গে কথা বলেন না। তিনি গত কয়েকদিন ধরে রজতকে বাইরে বের হতে দেখেননি। ব্যাপারটায় তাঁর সন্দেহ হয়েছিল। রজতকে বাড়ির বাইরে না দেখতে পেয়ে পাড়া-প্রতিবেশীদেরও সন্দেহ হয়। তাই তাঁরা মঙ্গলবার ভোরে তাঁর খোঁজ নিতে বাড়িতে যান।
তখনই ঝাড়গ্রাম থানায় খবর দেন প্রতিবেশীরা। তড়িঘড়ি ঘটনাস্থলে আসে পুলিশ। দেহ উদ্ধার করে তাঁরা ময়নাতদন্তের জন্য ঝাড়গ্রাম সুপার স্পেশ্যালিটি হাসপাতাল মর্গে পাঠানোর ব্যবস্থা করে।
অপরদিকে ঝাড়গ্রাম শহরেই ছিমছাম মোড় এলাকায় সোমবার সন্ধেবেলা একটি আম বাগানে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হয়। পুলিশ ও দমকল এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে পাঠায়। দুটি ঘটনাতেই মৃত্যুর কারণ জানতে তদন্ত নেমেছে পুলিশ।
কফিনে মাদক ভরে অ্যাম্বুল্যান্সে পাচারের চেষ্টা শিলিগুড়িতে, শেষরক্ষা হল না