শেষ আপডেট: 7th July 2020 06:30
ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী ও দফতরের সব কর্মী কোয়ারেন্টাইনে, এক মন্ত্রী ও বিধায়ক আক্রান্ত হতেই আশঙ্কা
দ্য ওয়াল ব্যুরো: মুখ্যমন্ত্রীর দফতরের সব অফিসার ও কর্মী কোয়ারেন্টাইনে। মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন নিজেও হোম আইসোলেশনে। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী মিথিলেশ ঠাকুর এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চা (জেএমএম)-এর বিধায়ক মথুরা মাহাতো কোভিড-১৯ আক্রান্ত হওয়ার পরেই নিজেকে সেলফ আইসোলেশনে রাখার সিদ্ধান্ত নিয়ে নিলেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী। সম্প্রতি এই দু'জনের সংস্পর্শে এসেছেন তিনি। তখন দু'জনেই সুস্থ থাকলেও পরে শরীরে করোনাভাইরাসের খোঁজ মেলে। দু'জনে করোনা আক্রান্ত জানার পরে আর ঝুঁকি না নিয়ে রাঁচির বাসভবনে নিজেকে কোয়ারান্টিনে রাখার সিদ্ধান্ত নিয়েছেন সোরেন। শুধু তাই নয়, সাবধানতামূলক পদক্ষেপ হিসেবে তিনি মুখ্যমন্ত্রী দফতরের সব অফিসার ও কর্মীদের দু সপ্তাহ হোম কোয়ারান্টিনে থাকার পরামর্শ দিয়েছেন। ইতিমধ্যেই সোরেনের নমুনা সংগ্রহ করা হয়েছে কোভিড টেস্ট করার জন্য।