শেষ আপডেট: 30th July 2023 09:46
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: স্কুল পড়ুয়া খুনের ঘটনায় রবিবার সকাল থেকেই উত্তপ্ত পশ্চিম বর্ধমানের জামুড়িয়া (Jamuria Murder Case)। সেই ঘটনায় এবার গ্রেফতার হল মৃত পড়ুয়ার সহপাঠী।
ঘটনাটি ঘটেছে জামুড়িয়া থানার ১ নং ওয়ার্ডের বোরিংডাঙ্গা এলাকায়। শনিবার রাত থেকেই নিখোঁজ ছিল আনন্দ কেশরী ওরফে বান্টি (১৮)। পরিবার সূত্রে খবর, রাতে কোনও একটা কাজ আছে বলে বাড়ি থেকে বের হয় সে। কিন্তু রাতে আর ফেরে না। আশপাশে খোঁজখবর করেও কোনও লাভ হয়নি। তারপরই খবর দেওয়া হয় পুলিশকে।
রবিবার সকালে জামুড়িয়ার নন্দী জোড়াপুকুর এলাকার শ্মশান সংলগ্ন মাঠে বান্টির রক্তাক্ত ও ক্ষত বিক্ষত দেহ উদ্ধার হয়। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে বান্টিকে। সেই অভিযোগের ভিত্তিতেই তার এক সহপাঠীকে আটক করে পুলিশ। পুলিশের প্রাথমিক অনুমান পিটিয়ে খুন করা হয়েছে আনন্দকে।
পুলিশি জেরার মুখে খুনের কথা স্বীকার করে নেয় অভিযুক্ত নাবালক। কীভাবে নিজের বন্ধুকে খুন করে তা পুরোটাই জানায়। তবে কেন বান্টিকে খুন করা হয়েছে, এই খুনের ঘটনায় আর কেউ জড়িয়ে রয়েছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ।
স্থানীয় সূত্রে খবর, আনন্দ কেশরী পড়াশোনা সঙ্গেই ফেরি চালিয়ে সংসার চালাত। ছেলের মৃত্যুতে ভেঙে পড়েছেন বান্টির মা। থানার বাইরে দাঁড়িয়ে কেঁদেই চলেছেন তিনি। তাঁর আক্ষেপ, খেতে খেতে ছেলেটা হঠাৎ চলে গেল। এই ঘটনার পরেই জামুড়িয়া থানার পুলিশ তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: ১৬ ঘণ্টা পার, নিয়ন্ত্রণে আসেনি বারুইপুর কারখানার আগুন, কাজ হারানোর আশঙ্কায় ভুগছেন কর্মীরা