শেষ আপডেট: 27th February 2023 16:19
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ট্রেন চালকের তৎপরতায় প্রাণে বাঁচলেন আত্মহত্যা করতে আসা এক ব্যক্তি। রবিবার নিউ ময়নাগুড়ি থেকে দোমহনীর মাঝে ৪৩ নম্বর পিলারের কাছে রেল লাইনের মাঝে শুয়ে ছিলেন এক ব্যক্তি। বুঝতে পেরেই ট্রেন থামিয়ে তাঁর প্রাণ রক্ষা করলেন তিস্তা-তোর্সা ট্রেনের লোকো ইন্সপেক্টর চন্দন সরকার (driver saved the life)।
তারপরেই জানা যায় দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন চিকনমাটির বাসিন্দা বয়স্ক ওই ব্যক্তি। কাজ না থাকাতেই মানসিক অবসাদ গ্রাস করেছিল তাঁকে। এর থেকে মুক্তি পেতেই রেললাইনে আত্মহত্যা (suicide) করতে এসেছিলেন বলেই জানান ওই ব্যক্তি।
রবিবার যখন ওই ব্যক্তি রেললাইনের উপর উঠে এসেছিলেন সেই সময় তিস্তা-তোর্সা এক্সপ্রেস কলকাতার দিকে যাচ্ছিল। আচমকাই লোকো ইন্সপেক্টর চন্দনবাবু তাঁকে দেখতে পান। এমার্জেন্সি ব্রেক কষে সঙ্গে সঙ্গে ট্রেন থামিয়ে দেন তিনি। তাঁরই তৎপরতায় প্রাণরক্ষা হয় ওই ব্যক্তির। এই ঘটনায় চন্দনবাবুকে সাধুবাদ জানিয়েছেন ডিআরএম আলিপুরদুয়ার দিলীপ কুমার সিং।
এমারজেন্সি ব্রেক কষে ট্রেন দাঁড় করানোর ভিডিওটি সোমবার সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়। তারপর থেকেই শুভেচ্ছার বন্যায় ভেসে যান তিস্তা-তোর্সা এক্সপ্রেসের চালক চন্দনবাবু।
শ্রীচৈতন্যদেবের ৫৩৭ তম আবির্ভাব দিবসে মায়াপুরে নবদ্বীপ পরিক্রমা