শেষ আপডেট: 14th January 2025 19:11
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ধর্ষণের অভিযোগে গ্রেফতার হলেন জলপাইগুড়ির রাজগঞ্জ থানার সাব ইন্সপেক্টর (এসআই) সুব্রত গুণ। মঙ্গলবার সকালে অভিযুক্ত পুলিশকর্মীকে গ্রেফতার করা হয়। এদিনই তাঁকে জলপাইগুড়ি আদালতে হাজির করে হেফাজতে নিয়েছে পুলিশ।
শুক্রবার রাতেই শিলিগুড়ি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা। তারপরেই জলপাইগুড়ি পুলিশ সুপার উমেশ খান্ডবাহালে এক হোয়াটস অ্যাপ বার্তায় জানিয়েছিলেন ওই মহিলার অভিযোগের ভিত্তিতে শিলিগুড়ি মহিলা থানা জিরো এফআইআর রুজু করে মামলাটি জলপাইগুড়ি মহিলা থানায় স্থানান্তরিত করে। এই ঘটনায় অভিযুক্ত পুলিশ আধিকারিককে পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে। তার বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
অভিযোগ অনুযায়ী, গত ৯ জানুয়ারি অভিযুক্ত এসআই রাজগঞ্জ থানার উল্টো দিকে নিজের বাসভবনে অভিযোগকারিণীকে ডেকে পাঠান। সেখানেই মহিলাকে ধর্ষণ করেন অভিযুক্ত এসআই। গত রবিবারই অভিযুক্তকে রাজগঞ্জ থানার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। মঙ্গলবার সকালে গ্রেফতার করা হয় তাঁকে। ওই এসআই-এর বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু হয়েছে।
এসআই-এর বিরুদ্ধে অভিযোগ ওঠার পর সোমবার সন্ধ্যায় জলপাইগুড়ির কোতোয়ালি থানায় বিক্ষোভ দেখান বাম মহিলা সংগঠনের সদস্যারা। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারিণীর বিরুদ্ধেও থানায় একাধিক অভিযোগ দায়ের হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।