শেষ আপডেট: 25th September 2023 07:40
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: এশিয়ার সবথেকে বিষধর সাপ (WALLS KRAIT) উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়াল জলপাইগুড়ি (Jalpaiguri Snake Rescued) মণ্ডলঘাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দাসপাড়া এলাকায়।
খবর পেয়েই সংস্থার সম্পাদক দেবার্ঘ রক্ষিত এক সদস্যকে নিয়ে ওই বাড়িতে যান। এরপর টর্চ লাইট জ্বালিয়ে আলো ফেলতেই চক্ষু চড়কগাছ হয়ে যায় তাঁর। দেখতে পান এটি একটি ওয়ালস ক্রেইট। এরপর যথেষ্ট সতর্কতা অবলম্বন করে বেশ কিছুক্ষণের চেষ্টায় অক্ষত অবস্থায় সাপটিকে উদ্ধার করেন।
দেবার্ঘ জানান এই সাপটিকে বাংলায় সিন্ধু কালাচ বলা হয়। এশিয়ার সবচেয়ে বিষাক্ত সাপ এই WALLS KRAIT । আর এই সাপকেই মানুষ নির্বিষ সাপ দাঁড়াস ভেবে ভুল করে থাকে। এর তীব্র বিষ। ছোবল দিলে দাগ কিছুক্ষণের মধ্যেই মিলিয়ে যায়। যার ফলে এই সাপে কাটা রোগীকে চিকিৎসা দিতে সমস্যায় পড়ে যান চিকিৎসকরা। তিনি বলেন, “সাপটিকে উদ্ধার করে তাঁরা বন দফতরে খবর দেন। পরে বন দফতরের পরামর্শে সাপটিকে প্রকৃতিতে ছেড়ে দেওয়া হয়।”
আরও পড়ুন: সিভিক ভলান্টিয়ারদের ঠকালো পুলিশকর্মী! মাইনে হাতিয়ে গ্রেফতার কনস্টেবল