শেষ আপডেট: 1st July 2022 10:08
দ্য ওয়াল ব্যুরো: সাপে কাটা (Snake Bite) রোগীকে অনেক সময়ই সাপের নাম জিজ্ঞেস করেন চিকিৎসকরা, কারণ তাতে প্রতিষেধক (Antivenom) প্রয়োগ করতে সুবিধা হয়। কিন্তু সেই কারণেই এবার এমন কাণ্ড ঘটালেন এক ব্যক্তি, যার জেরে হুলস্থূল পড়ে গেল জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে। (Jalpaiguri Superspeciality Hospital) কেন? কারণ, কামড় খাওয়ার পর সটান সাপটিকেই বস্তাবন্দি করে হাসপাতালে এনে হাজির হলেন রোগী!
ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির ময়নাগুড়ি পানবাড়ি এলাকায়। ওই এলাকার বাসিন্দা এক ব্যক্তি বৃহস্পতিবার রাতে মাছ ধরতে বেরিয়েছিলেন। তখনই সাপের কামড় খান তিনি। ওই অবস্থাতেই সাপটিকে জ্যান্ত অবস্থায় বস্তায় ভরে তিনি সোজা চলে আসেন জলপাইগুড়ি সুপারস্পেশালিটি হাসপাতালে।
যদিও সাপকে পাকড়াও করে আনলেও কী সাপ তা শনাক্ত করতে পারেননি ওই ব্যক্তি। তার ফলে চিকিৎসা শুরু করতে দেরি হচ্ছিল। এরপরেই বস্তা থেকে জীবিত সাপটিকে বের করেন রোগী। আর তা দেখেই আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালে। অবশেষে খবর দেওয়া হয় স্থানীয় পরিবেশ কর্মী অঙ্কুর দাসকে।
অঙ্কুর বাবু জানান, সাপটি ইন্দোনেশিয়ান পিট ভাইপার, যা কিনা ভারতে অত্যন্ত বিরল। সাপটিকে শনাক্ত করার পরেই চিকিৎসা শুরু হয় রোগীর। তিনি বর্তমানে সম্পূর্ণ সুস্থ রয়েছেন বলে খবর।
তবে সাপটি সামান্য আহত হয়েছিল। চিকিৎসকের সঙ্গে কথা বলে সাপটিকে প্রাথমিক চিকিৎসার পর নিজের কাছেই রেখেছেন অঙ্কুর দাস। সাপটি সুস্থ হওয়ার পর সেটিকে বন দফতরের হাতে তুলে দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। তবে বিরল প্রজাতির এই সাপ কীভাবে পানবাড়িতে এল তা নিয়ে তদন্ত শুরু করেছে বন দফতর।
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খাবারে আবার সাপ! বিষ্ণুপুরের হাসপাতালে ভর্তি শিশু, প্রসূতি সহ ১১ জন