শেষ আপডেট: 2nd April 2022 16:45
দ্য ওয়াল ব্যুরো : রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রতিটি স্কুলে নীল-সাদা ইউনিফর্ম চালু হবে। সেই সিদ্ধান্তের বিরোধিতায় জলপাইগুড়িতে দলমত নির্বিশেষে মিছিল (Jalpaiguri Rally) করলেন বিভিন্ন স্কুলের স্বনামধন্য প্রাক্তন ছাত্রছাত্রীরা। ব্যানার ও প্ল্যাকার্ড হাতে কয়েকশ মানুষ মিছিলে পা মিলিয়েছিলেন। সেখানে তৃণমূলের লোকজনকেও দেখা গিয়েছে। জলপাইগুড়ি জিলা (Jalpaiguri Rally) স্কুলের ছাত্ররা কালো প্যান্ট, সাদা জামা অর্থাৎ তাঁদের স্কুল ইউনিফর্ম পরে মিছিলে পা মেলান। প্রাক্তনী সম্মেলনী মঞ্চ নামে এক সংগঠনের ব্যানারে ওই মিছিল হয়।
শনিবার সন্ধ্যায় শহরের সমাজপাড়া এলাকা থেকে মিছিল (Jalpaiguri Rally) শুরু হয়। প্রাক্তনী সম্মেলনী মঞ্চের সাতজনের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটি (Jalpaiguri Rally) ভবিষ্যতে আরও কয়েকটি কর্মসূচি নিতে চলেছে বলে জানা গিয়েছে।
মিছিলে অংশগ্রহণকারী সৌভিক কুন্ডা বলেন রাজ্য সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সমস্ত স্কুলের পড়ুয়াদের নীল সাদা রঙের পোশাক পড়তে হবে। আমরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করছি। কারণ জলপাইগুড়ি শহরে প্রচুর স্কুল আছে যেগুলি ইতিমধ্যে শতবর্ষ বা দেড় শতবর্ষ পাড় করেছে। সেই সমস্ত স্কুলগুলির পড়ুয়ারা এই দীর্ঘদিন ধরে একই রঙের পোশাক পরেছে। আজ আচমকাই তা পালটে দেওয়া হচ্ছে। এটা আমরা মানতে পারছি না। তাই এই সিদ্ধান্তের বিরোধিতায় আমাদের আজকের এই মিছিল। আমরা ভবিষ্যতে আরও কিছু কর্মসূচি নিতে চলেছি।
এদিনের মিছিলে অংশগ্রহণ করেছিলেন জলপাইগুড়ি জিলা স্কুলের প্রাক্তনী দেবজিত দাস। তিনি আদি তৃণমূল কর্মী বলে শহরে পরিচিত। মিছিল প্রসঙ্গে তার সাফ জবাব, "আমার বাবা, ঠাকুরদা জেলা স্কুলের ছাত্র ছিল। এরপর আমিও এই স্কুলে পড়েছি। এখন আমার ভাইপোরা পড়ে। আমাদের পরিবার প্রায় ১০০ বছর ধরে স্কুলের সাদা কালো ইউনিফর্ম পরে এসেছে। এর একটা আলাদা ঐতিহ্য আছে। তাই আমি শাসকদলের সমর্থক হলেও যে সিদ্ধান্ত আমাদের আইডেন্টিটি ক্রাইসিস তৈরী করে আমি তার বিরোধী। তাই ইউনিফর্ম নীল সাদা রঙের এর বিরোধিতা করছি"।
আরও পড়ুন : Subhendu Babul- বিজেপি আর লোক পেল না! তৃণমূলের শুভেন্দুকে নেতা করেছে: বাবুল