Jalpaiguri Incident
শেষ আপডেট: 9th September 2024 18:51
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: ভিনরাজ্যে মাদক পাচার রুখে দিল পুলিশ। সোমবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ আধিকারিকের কাছে খবর আসে ৩১ নম্বর জাতীয় সড়ক দিয়ে দিল্লি থেকে অসমে মাদক পাচার হচ্ছে।
খবর পেয়ে জলপাইগুড়ি তিস্তা ব্রিজের কাছে নাকা চেকিং শুরু করে পুলিশ। নির্দিষ্ট নম্বরের লরি আসতেই দাঁড় করিয়ে শুরু হয় তল্লাশি। ভেতর থেকে বেরিয়ে আসতে থাকে একের পর এক মুসম্বি লেবু বোঝাই বস্তা।এরপর ওই বস্তা খুলতেই চোখ ছানাবড়া হয় পুলিশের। দেখতে পায় সেখানে রাখা রয়েছে কাফ সিরাপ।
এরপর ম্যাজিস্ট্রেট এর উপস্থিতিতে শুরু হয় গণনা। মোট ১১,৪০০ টি কাফ সিরাপের বোতল উদ্ধার হয়। ঘটনায় গ্রেফতার করা হয়েছে লরির চালককে। মঙ্গলবার ধৃতকে আদালতে তোলা হবে বলে জানা গেছে।