জলপাইগুড়ির ফুলবাড়ি মহানন্দা নদীতে ছাড়া হল মাছ।
শেষ আপডেট: 23 May 2024 18:21
দ্য ওয়াল ব্যুরো: বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গাড়ি ভর্তি করে মাছ নিয়ে এসে সেই মাছ ছাড়া হল জলপাইগুড়ির ফুলবাড়ির মহানন্দা নদীতে।
বৃহস্পতিবার রুই, কাতলের পাশাপাশি সিঙি, মাগুর-সহ আরও অন্যান্য জাতের মাছের পোনা ছাড়া হয়। যা দেখতে এলাকায় ভিড় জমে যায় স্থানীয় মানুষের।
জানা গেছে, এদিন রানিডাঙা মনেস্ট্রি থেকে দুই গাড়ি বোঝাই প্রায় ১০ কুইন্টালের বেশি মাছ নদীতে ছাড়া হয়েছে। এত বিপুল পরিমাণ মাছ ছাড়ায় অবাক হয়ে যান স্থানীয়রা।
রানিডাঙা মনেস্ট্রির বৌদ্ধ সন্যাসী টুকু উগেন, ছেনছু লামা বলেন, "বৈশাখ মাস বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে অতি পবিত্র মাস। কারণ, এই পূ্র্ণ তিথিতে গৌতম বুদ্ধ জন্মগ্রহন করেছিলেন। তাই এই মাসে আমাদের কেচ্ছ সাধনের মাস। এই মাসে আমাদের সম্প্রদায়ের কেউ মিথ্যে কথা বলেন না।"
একই সঙ্গে প্রকৃতিকে রক্ষা করার জন্য এই মাসে নানাবিধ কর্মকাণ্ড করে থাকেন বৌদ্ধ ধর্মাবলম্বীরা। কেউ পায়রা ছাড়ে। কেউ হাঁস মুরগি ছাড়ে। কেউ আবার নিজেদের সাধ্যমতো মাছ নদী বা পুকুরে ছাড়েন। নদীতে মাছ ছাড়ার আগে এদিন তাঁরা পুুজোও করেন।