শেষ আপডেট: 1st December 2021 02:48
দ্য ওয়াল ব্যুরো: মসজিদের বাইরে নমাজ পড়া নিষিদ্ধ করা হয়েছে গুরগাওঁতে। নমাজ পড়া নিয়ে অসন্তোষ, বাদানুবাদ চলছেই। এর মাঝেই অভিনব ছবি দেখা গেল জলপাইগুড়ির গ্রামে। বাচ্চাদের পড়ার অসুবিধা যাতে না হয়, তাই আজানের সময় মাইক বন্ধ করে দিল মসজিদ কর্তৃপক্ষ। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির বেরুবাড়ি গোমিরাপাড়ায়। সেখানকার মসজিদের সামনেই একটি গাছে বাঁধা মাইক। তাতে দিনে পাঁচবার আজানের ধ্বনি বেজে উঠত। কিন্তু মঙ্গলবার গাছেন নীচে বসেছিল বাচ্চাদের লেখাপড়ার আসর। তাই তাদের যাতে কোনও সমস্যা না হয় সে কথা মাথায় রেখেই আজানের সময় মাইক বন্ধ করে দেওয়া হয়েছে। মসজিদ কর্তৃপক্ষের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলেই। রাজ্যে কোভিড বিপর্যয় কাটিয়ে স্কুল কলেজ খুলেছে মাত্র কিছুদিন হল। কিন্তু তবু স্কুল খোলেনি সকলের জন্য। কেবল নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীরাই স্কুলে গিয়ে ক্লাস করতে পারছে। বাকিদের এখনও ক্লাস করতে হয় অনলাইনেই। কিন্তু জলপাইগুড়ির এই গ্রামে ইন্টারনেট সংযোগ একেবারেই ভাল নয়। বাচ্চাদের ক্লাস, পড়াশোনা তাই শিকেয় উঠেছিল। কিছুদিন হল গ্রামেই জায়গায় জায়গায় ঘুরে এই কচিকাঁচাদের ক্লাস করানো হচ্ছে। এদিন ক্লাস বসার পালা ছিল মসজিদের পাশেই। তাই তাদের কথা ভেবেই এদিন আজানের সময় বন্ধ করে দেওয়া হয় মাইক। দিনে পাঁচবার মাইকে আজান বেজে উঠলে আর কাছাকাছি কোথাও পড়াশোনা চললে তা কিছুক্ষণের জন্য থমকে যায়। আজান ধ্বনি শেষ হলেই আবার শুরু হয় পড়াশোনা। সেই পরিস্থিতি যাতে তৈরি হয়, তাই একদিন মাইক বন্ধই রেখেছে মসজিদ কর্তৃপক্ষ।