শেষ আপডেট: 20th October 2024 17:50
দ্য ওয়াল ব্য়ুরো, জলপাইগুড়ি: কিশোরীর ঘাড় মটকে তুলে নিয়ে গেল চিতাবাঘ। ছিঁড়ে খেল দেহ। এমন ভয়ঙ্কর ঘটনা ঘটেছে জলপাইগুড়ির নাগরাকাটা ব্লকে। মৃত কিশোরীর নাম সুশীলা গোয়ালা (১২)। তার দক্ষিণ খেরকাটা গ্রামে।
স্থানীয়রা জানিয়েছেন, এদিন কিশোরী বাড়ির উঠোনে খেলছিল। সেই সময় একটি চিতাবাঘ তার উপর ঝাঁপিয়ে পড়ে। কোনও কিছু বুঝে ওঠার আগে ঘাড় মটকে তাকে জঙ্গলের দিকে তুলে নিয়ে যায়। কিশোরীর চিৎকারে আশেপাশের লোকজন চিতাবাঘটিকে তাড়া করেন। কিন্তু শেষরক্ষা হয়নি। তার আগে জঙ্গলে নিয়ে গিয়ে কিশোরী দেহ থেকে মাংস খুবলে নিতে থাকে নরখাদক চিতাবাঘটি। পরে গ্রামের লোকজন সেখানে থেকে কিশোরীকে উদ্ধার করতে গেলে চিতাবাঘটি ভয়ে শিকার ছেড়ে পালিয়ে যায়। যদিও ততক্ষণে ওই কিশোরীর মৃত্যু হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় খুনিয়া রেঞ্জ ও ডায়না রেঞ্জের বন কর্মীরা। একই সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় বানারহাট ও নাগরাকাটা থানার পুলিশ। এই ঘটনায় ওই গ্রামের বাসিন্দারা বনকর্মীদের উপর ক্ষোভ উগরে দেয়। বিক্ষোভ দেখাতে থাকেন। অবশেষে পুলিশ কিশোরীর দেহটি উদ্ধার করে নিয়ে যায়। রবিবার দেহের ময়নাতদন্ত হয় জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের মর্গে।
ঘটনায় গরুমারা ওয়াইল্ড লাইফ ডিভিশনের ডি এফ ও দ্বিজপ্রতীম সেন মর্মান্তিক ঘটনার খবর স্বীকার করে জানিয়েছেন, ওই এলাকায় চিতাবাঘের উপদ্রব মেটাতে ইতিমধ্যে দুটি খাঁচা পাতা হয়েছে। এলাকায় ট্র্যাপ ক্যামেরাও বসানো হবে।