শেষ আপডেট: 19th September 2023 11:58
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: কুকুরকে লাথি মারার 'উচিত শাস্তি' দিতে এক শ্রমিককে পিটিয়ে মারার অভিযোগ উঠল (Labour Death) কারখানার মালিকপক্ষের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ির (Jalpaiguri) রাহুত বাগান এলাকায় উত্তেজনা ছড়ায়। অভিযোগের ভিত্তিতে কারখানার মালিকের ভাইপোকে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তের নাম সিদ্ধার্থ গান্ধি।
সন্ধেবেলায় সেখানে গিয়েছিলেন সুব্রত। ওই সময় তিনি একটি কুকুরকে লাথি মারেন বলে প্রত্যক্ষদর্শীদের দাবি। জানা গিয়েছে, সেই সময় উত্তেজিত হয়ে মালিকের ভাইপো সিদ্ধার্থ গান্ধি সুব্রত মণ্ডলকে চড় মারেন। ঘটনার আকষ্মিকতায় জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান বছর পঞ্চান্নর সুব্রত। এরপর তাঁকে জলপাইগুড়ি মেডিক্যাল কলেজের সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
ঘটনার পরেই উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ গিয়ে অভিযুক্তকে গ্রেফতার করে। মঙ্গলবার তাঁকে আদালতে তোলা হয়েছে।
স্বামীর মৃত্যুতে শোকস্তব্ধ হয়ে পড়ে মৃতের স্ত্রী গঙ্গা মণ্ডল। তিনি জানান, ঘটনার পর অচৈতন্য অবস্থায় তাঁকে অনুষ্ঠানের জায়গায় রেখে দেওয়া হয়েছিল। সময় অনেকটা নষ্ট হয়ে যাওয়ায় মৃত্যু হয়।
আরও পড়ুন: কলেজ ছাত্রকে হেনস্থার অভিযোগ দুই অধ্যাপকের বিরুদ্ধে! রায়গঞ্জে শোরগোল