শেষ আপডেট: 24th September 2023 08:09
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: বিদ্যুৎস্পৃষ্ট হয়েছিলেন মা। তাঁকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হলেন ছেলেও। মুহূর্তেই মৃত্যু হয় দুজনের। যদিও বরাতজোড়ে বেঁচে যান পরিবারের অপর তিন সদস্য। মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া জলপাইগুড়ি পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের আদরপাড়া দক্ষিণেশ্বর কালীবাড়ি সংলগ্ন এলাকায় (Jalpaiguri Electrocuted)।
জলপাইগুড়ি আদরপাড়া এলাকার বাসিন্দা ননীবালা রায় (৫৫)। তিনি একটি টিনের ঘরে থাকতেন। পাশেই স্ত্রী ও দুই বাচ্চা নিয়ে পাকা ঘরে থাকতেন তাঁর ছেলে বছর চৌত্রিশের টিংকু রায়।
স্থানীয় বাসিন্দা ঋষিকেশ বর্মন বলেন, শনিবার সকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল ননীবালা রায়ের বাড়ি। অভিযোগ জানালে বিদ্যুৎ দফতরের কর্মীরা এসে পরিষেবা স্বাভাবিক করে দিয়ে যান। এরপর রবিবার সকালে গোটা বাড়ি শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দত্তপুকুরে পঞ্চায়েত সদস্যের বৃদ্ধা মাকে নৃশংসভাবে খুন! ভোরে বাড়িতে ঢুকেছিল আততায়ীরা