শেষ আপডেট: 4th February 2025 16:59
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: স্ত্রী ও ১৮ মাসের সন্তানকে কুপিয়ে খুনের দায়ে এক ব্যক্তিকে ফাঁসির সাজা দিল জলপাইগুড়ি আদালত। ২০২৩ সালে নাগরাকাটায় স্ত্রী ও সন্তানকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছিল ওই ব্যক্তিকে। আদালতে তার দোষ প্রমাণিত হয়। বুধবার ফাঁসির সাজা শোনানো হল ওই ব্যক্তিকে।
আদালত সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালে স্ত্রী ও কন্যাকে কুড়ুল দিয়ে খুনের পর আত্মহত্যার চেষ্টা করেছিল নাগরাকাটার লুকসান চা বাগান এলাকার বাসিন্দা লাল সিং ওঁরাও। সুস্থ হয়ে জি়জ্ঞাসাবাদে প্রথমে পুলিশকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল সে। জানিয়েছিল,বাড়িতে ডাকাতি হয়েছে। ডাকাতরাই তার স্ত্রী ও কন্যাকে খুন করে। কিন্তু নানা সময়ে নানা বয়ান তদন্তকারীদের মনে সন্দেহ তৈরি করে। পরে লালকে গ্রেফতার করা হয়।
খুনের মামলায় চার্জশিট পেশের পর ১৩ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। লালকে দোষী সাব্যস্ত করে আদালত। মঙ্গলবার অভিযুক্তকে ফাঁসির সাজা শোনায় জলপাইগুড়ি আদালত।
জানা গেছে, লাল সিং ওড়াও কোনও কাজকর্ম করতেন না। উল্টে তার স্ত্রী মমতা ওঁড়াও চা বাগানে কাজ করে যেই অর্থ উপার্জন করত তা ছিনিয়ে নিয়ে নেশা ভাঙ সহ বিভিন্ন অসামাজিক কাজ করতেন। সেই কাজে বাধা দেওয়ায় তিনি তাঁর ২৭ বছরের স্ত্রী সখি ওড়াও এবং তার ১৮ মাসের কন্যা সন্তান মমতা ওড়াও কে নৃশংস ভাবে কুরুল দিয়ে কুপিয়ে হত্যা করে।
সরকারি আইনজীবী প্রসেনজিৎ দেব বলেন, "ঘটনার পর পুলিশ তদন্ত করে চার্জশিট জমা দেয়। এরপর ট্রায়াল শুরু হলে ১৩ জন সাক্ষ্য গ্রহণ করা হয়। এরপর মঙ্গলবার জলপাইগুড়ি জেলা ও দায়রা আদালতের অ্যাডিশনাল থার্ড কোর্টের বিচারক বিপ্লব রায় অভিযুক্ত লাল সিং ওরাওকে ফাঁসির আদেশ দেন। গত কয়েক মাসে বেশ কয়েকটি মামলায় পরপর ফাঁসির সাজা হয়েছে এই রাজ্যে। এবার স্ত্রী সন্তানকে খুনের দায়ে ফাঁসির সাজা হল নাগরাকাটার বাসিন্দার।