শেষ আপডেট: 10th September 2023 09:27
দ্য ওয়াল ব্যুরো: এক বসতবাড়িতে ঢুকে পড়েছিল একটি গোখরো (Jalpaiguri cobra snake)। ভয়ে ওই বাড়ির সদস্যরা গায়ে কেরোসিন ঢেলে দিয়েছিলেন। এরপরেই পরিবেশকর্মীরা এসে সাপটিকে উদ্ধার (rescued from Kerosene) করার পর সুস্থ করে পরিবেশের কোলে ফিরিয়ে দিলেন। পরিবারটিকে দিলেন সচেতনতা বার্তা।
বিপাকে পড়ে পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরীকে ডাকে পরিবারের লোকজন। এরপর আসবাব সরিয়ে চলে সাপ উদ্ধারের কাজ। অনেকটা সময় পেরিয়ে যাওয়ার পর সাপটিকে উদ্ধার করেন বিশ্বজিৎবাবু। তাঁর পরে সাবান গোলা জলে স্নান করিয়ে সঙ্গে করে নিয়ে যান।
বিশ্বজিৎবাবু বলেন, সাপ বাড়িতে ঢুকতে কখনই অ্যাসিড বা তেল জাতীয় কোনও কিছুদিয়ে তাড়ানোর চেষ্টা করা বিপজ্জনক। এতে বিষক্রিয়ার ফলে সাপের গায়ের যন্ত্রণা হতে থাকে। তাতে মারাও যেতে পারে প্রাণীটি। এটা বন্য আইন বিরোধী। এক্ষেত্রেও তাই ঘটেছিল। সাপটি একটি পূর্ণবয়স্ক গোখরো। তাকে সুস্থ করে পরিবেশের কোলে ফিরিয়ে দেওয়া হয়েছে।