শেষ আপডেট: 16th July 2023 08:11
দ্য ওয়াল ব্যুরো: জেলেই হয়েছিল পরিচয়। সেখানেই প্রেম। এবার কারামন্ত্রী রাজি হওয়ায় গাঁটছড়া বাঁধলেন দুই বন্দি আবদুল হাসিম ও শাহানারা খাতুন।
আবদুল হাসিমের বাড়ি অসমের (Assam) দোরাং জেলার দলগাঁও থানা এলাকার রঙ্গনগারোপাথার গ্রামে। তার প্রেমিকা শাহানারা খাতুন বীরভূম জেলার নানুর থানার উচকারণ-বালিগড়ির বাসিন্দা। মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরা জানান, ধর্ষণের মামলায় হাসিম ৮ বছর ও খুনের মামলায় শাহানারা ৬ বছর ধরে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন। সেখানেই হাসিমের সঙ্গে পরিচয় হয় শাহানারার। পরিচয় গড়ায় প্রেমে। বুধবার দম্পতির পরিচয় পেয়ে দু‘জনেই খুশি। তবে মুক্তি না মেলা পর্যন্ত জেলেই কাটবে তাঁদের বিবাহিত জীবন। দুজনেই জানালেন, কপাল দোষে জেলে রয়েছেন। মুক্তি পেলে সুখের সংসার তৈরি করবেন।
মানবাধিকার সংগঠনের কর্মকর্তা শামসুদ্দিন শেখ জানান, আবদুল ধর্ষণের মামলা ও শাহানারা খুনের মামলায় অভিযুক্ত হয়ে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারে বন্দি রয়েছেন। তাঁদের বিয়ের আবেদন কারামন্ত্রী মঞ্জুর করায় দুজন প্যারোলে মুক্তি পেয়েছেন।
মন্তেশ্বরের কুসুমগ্রামে বসেছিল তাদের বিয়ের আসর। ১৬ জুলাই ফের তাঁদের সংশোধনাগারে ফিরে যেতে হবে।