শেষ আপডেট: 11th July 2023 08:04
দ্য ওয়াল ব্যুরো: গণনা কেন্দ্রের ভিতরেও ভোট লুঠের অভিযোগ! খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গিয়েছিলেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar)। এই বিষয়েই পুলিশের সঙ্গে তর্কাতর্কির সময় আচমকা জ্ঞান হারিয়ে ফেললেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার (Jagannath Sarkar BJP MLA)। তড়িঘড়ি তাঁকে ধরে ফেলেন তার নিরাপত্তারক্ষীরা। সাংসদকে কোলে তুলে দৌড়াতে দৌড়াতে হাসপাতালে নিয়ে যেতেও দেখা যায়। নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ের ঘটনা। ঘটনাকে ঘিরে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে সংশ্লিষ্ট এলাকায়।
নদিয়ার শান্তিপুর ব্লকের ফুলিয়ার বালিকা বিদ্যালয়ে রয়েছে স্ট্রং রুম। বিজেপির স্থানীয় নেতৃত্বের অভিযোগ, স্ট্রং রুমের বাইরে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনও ছিল। এদিন ভোট গণনা শুরু হওয়ার কিছুক্ষণ পরই সেখান থেকে কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে নেওয়া হয়। এরপরই তৃণমূলের গুন্ডাবাহিনী রাজ্য পুলিশকে সঙ্গে নিয়ে ভোট লুঠ করার চেষ্টা করে বলে অভিযোগ।
সেই খবর পেয়ে ফুলিয়ার বালিকা বিদ্যালয়ে আসেন বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। গণনা কেন্দ্রের বাইরে তখন উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার রুপান্তর সেনগুপ্ত এবং এসডিপিও কোভিদ মণ্ডল। স্ট্রং রুম থেকে কেন কেন্দ্রীয় বাহিনীকে সরিয়ে নেওয়া হল, তা নিয়ে পুলিশ কর্তাদের সঙ্গে রীতিমতো বচসায় জড়িয়ে পড়তে দেখা যায় সাংসদকে।
পরে এই বিষয়ে সংবাদমাধ্যমের কাছে বক্তব্য রাখছিলেন জগন্নাথবাবু। তিনি অভিযোগ করেন, রাজ্য পুলিশের সহযোগিতায় তৃণমূলের দুষ্কৃতীরা গণনা কেন্দ্রের ভেতরে ভোট লুঠ করছে। এই সময়ই আচমকা জ্ঞান হারিয়ে ফেলেন সাংসদ। মাটিতে লুটিয়ে পড়ার আগেই নিরাপত্তারক্ষীরা তাঁকে ধরে নেন। দ্রুত নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সূত্রের খবর, রক্তচাপজনিত সমস্যার কারণেই আচমকা অসুস্থ হয়ে পড়েন তিনি।
আরও পড়ুন: রামকৃষ্ণের কথামৃতে বিষ ঢালা হচ্ছে, প্রতিবাদ জানালেন সিপিএমের সেলিমও