আবাসের ঘর নিয়ে দুর্নীতি করলে হবে এফআইআর
শেষ আপডেট: 8th December 2024 20:03
দ্য ওয়াল ব্যুরো, কোচবিহার: আবাস যোজনা নিয়ে কর্মীদের সতর্ক করলেন সাংসদ জগদীশ বসুনিয়া। হুঁশিয়ারি দিয়ে বললেন, "আবাসের ঘর দেওয়ার নামে উপভোক্তাদের কাছ থেকে টাকা নিলেই তাঁর নামে করা হবে এফআইআর। যতই বড় নেতা হোক না, কেন আবাসের টাকা নিলেই যাবে তাঁর পদও।"
শনিবার গোসানিমারীতে তৃণমূলের কার্যালয় সিতায় বিধানসভার কর্মীদের নিয়ে বৈঠক করেন জগদীশ বসুনিয়া। তাঁর সঙ্গে ছিলেন সাংসদ স্ত্রী তথা নবনির্বাচিত বিধায়ক সঙ্গীতা রায়ও। তাঁকে সংবর্ধনা দেন দলের নেতারা। ১৭টি গ্রাম পঞ্চায়েতেরই কর্মীদের ভোটে পরিশ্রমের জন্য পাল্টা সংবর্ধনা দেন বিধায়কও।
সেই সময়ে ২৬ এর বিধানসভার লক্ষ্যে প্রস্তুত হওয়ার নির্দেশ দেন জগদীশ বসুনিয়া। সেই সঙ্গে গরীব মানুষ যাতে আবাস যোজনায় বাড়ির পায়, সেবিষয়ে কর্মীদের হুঁশিয়ারি দেন তিনি। কয়েকদিন আগেই ১০০ দিনের কাজ নিয়ে টাকা তোলা অভিযোগ ওঠে তৃণমূলের এক নেতার বিরুদ্ধে। তাঁর একটি ভিডিও ভাইরাল হয়েছিল। সেই উদাহরণ টেনে নিয়ে সাংসদ বাকি নেতাদের বার্তা দেন। কর্মীদের সতর্ক করে বসুনিয়া বলেন, "আবাসের দুর্নীতির ঘটনা বিন্দুমাত্র সহ্য করা হবে না। কোনও উপভোক্তার কাছ থেকে টাকা নিলে যত বড়ই নেতা হোক না কেন তাকে পদ থেকে সরিয়ে দেওয়া হবে। তার বিরুদ্ধে থানায় এফআইআর করা হবে।"
একই সঙ্গে সিতাইয়ের নবনির্বাচিত বিধায়ক সঙ্গীতা রায় বলেন, "এলাকার গরিব মানুষের জন্যই আবাস যোজনার ঘর। কোনও তৃণমূল নেতার পাকা বাড়ি থাকলে সার্ভে তালিকায় তাঁর নেতার নাম এলে তাকে ঘর সারেন্ডার করতে হবে। গরিব মানুষটি যদি বিজেপি সমর্থক হয়, তাঁকেও ঘর পেতে সাহায্য করতে হবে।"