শেষ আপডেট: 17th August 2023 09:19
দ্য ওয়াল ব্যুরো: ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল হল যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University)। বুধবার দুপুরে এআইডিএসও ও টিএমসিপির (ADSO-TMCP) ছাত্রদের মধ্যে ধুন্ধুমার বাঁধে। তীব্র উত্তেজনার সৃষ্টি হয় অরবিন্দ ভবনের সামনে।
শেষমেশ অরবিন্দ ভবনের দেওয়ালে ডেপুটেশন আটকে দেন, তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য।
এআইডিএসওর সমর্থক ছাত্রদের বক্তব্য, আন্দোলনের পরবর্তী পদক্ষেপ নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়ার ছিল তাঁদের। তাই জিবি মিটিং চলছিল। তারই মধ্যে টিএমসিপি-র কিছু বহিরাগত কর্মী ঢুকে অশান্তি সৃষ্টির চেষ্টা করে। তাঁদের সমর্থকদের উপর হামলা চালায় তারা। টিএমসিপির পাল্টা বক্তব্য, এআইডিএসওর সমর্থকরা তাদের ডেপুটেশন দিতে বাধা দেয়। তাদের হামলায় টিএমসিপির দুই কর্মী গুরুতর জখম হয়েছেন।বিকেল গড়ালেও অশান্তি চলতেই থাকে।
আরও পড়ুন: যাদবপুর কাণ্ড: রেজিস্ট্রার হাজিরা দিলেও লালবাজারে গেলেন না ডিন!