শেষ আপডেট: 18th August 2023 11:17
দ্য ওয়াল ব্যুরো: হস্টেলের কোন ঘরে বিবস্ত্র করা হয়েছিল মৃত পড়ুয়াকে? কী প্রশ্ন করা হয়েছিল তাকে? চিঠি লেখার নেপথ্যে কী কারণ ছিল? কোথা থেকে পড়ে যান ছাত্র? যাদবপুরকাণ্ডে (Jadavpur University incident) ধৃত সপ্তক কামিল্যাকে ঘটনাস্থলে নিয়ে গিয়ে এ সব প্রশ্নেরই উত্তর খুঁজল পুলিশ।
৯ অগস্ট হস্টেলের ছাদ থেকে পরে প্রথমবর্ষের বাংলার ছাত্রের মৃত্যুর পরেই র্যাগিংয়ের তত্ত্ব সামনে আসে। মৃত ছাত্রের পরিবারের লোকজন অভিযোগ করেন হস্টেলে র্যাগিংয়ের জেরেই মৃত্যু হয় তার। এরপরেই যাদবপুর থানায় খুনের মামলা দায়ের করেন মৃত ছাত্রের বাবা। এই অভিযোগ পাওয়ার পরেই দুই প্রাক্তনী-সহ এক ছাত্রকে গ্রেফতার করে পুলিশ। তাদের জেরা করে গ্রেফতার করা হয় আরও ছ’জনকে। ধৃত প্রাক্তনী সৌরভ চৌধুরীকে নিয়ে এর আগে একবার হস্টেলে গেলেও ঘটনার পুনর্নির্মাণ এই প্রথম।
হেফাজতে থাকা এই ন’জনের বয়ানে অনেক অসঙ্গতি রয়েছে বলে পুলিশের দাবি। তাই প্রত্যেক ছাত্রকে আলাদা করে নিয়ে এসে ঘটনার পুনর্নির্মাণ করতে চায় পুলিশ। শুক্রবার শুরু হল তদন্তের সেই পর্ব।
আরও পড়ুন: যাদবপুর কাণ্ডে ঘটনার পুনর্নির্মাণ, ধৃত সপ্তককে নিয়ে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে পৌঁছল পুলিশ