শেষ আপডেট: 12th August 2023 06:56
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ছাত্র (Jadavpur Student Death) স্বপ্নদীপ কুণ্ডুর মৃত্যুর ঘটনায় শুক্রবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সৌরভ চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশের দাবি, স্বপ্নদীপের মৃত্যুর ঘটনার সঙ্গে সৌরভের একাধিক যোগসূত্র মিলেছে। বয়ানেও ধরা পড়েছে বিস্তর অসঙ্গতি। উঠে আসছে ব়্যাগিং-এর অভিযোগ। যা শুনে স্তম্ভিত পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনার খারুষা গ্রামের বাসিন্দারা।
গ্রামের প্রতিবেশী হোক বা কিংবা পুরনো স্কুলে, সবার চোখেই বরাবর শান্ত স্বভাবের ছেলে হিসেবে পরিচিত ছিল সৌরভ। বুধবার রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) হস্টেলের এ-২ ব্লকের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় নদিয়ার হাঁসখালির বাসিন্দা স্বপ্নদীপের। শুক্রবারই ছেলের মৃত্যুর ঘটনায় সৌরভ সহ একাধিকজনের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছিলেন স্বপ্নদীপের বাবা। বিভিন্ন সূত্র থেকে পুলিশের কাছেও ক্রমেই জোরাল হচ্ছে ব়্যাগিং-এর তত্ত্ব। শান্ত সৌরভ কীভাবে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেন, সেটাই ভাবাচ্ছে গ্রামবাসীদের।
একই সঙ্গে প্রশ্ন উঠছে, বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ হয়ে যাওয়ার পরেও সৌরভ কেন হস্টেলে রয়ে গিয়েছিলেন। যদিও সৌরভের মায়ের দাবি, 'প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল ছেলে। মাঝে ঘরভাড়াও নিয়েছিল। কিন্তু আর্থিক অনটনের পরে বিশ্ববিদ্যালয়ের সঙ্গে কথা বলে সৌরভ হস্টেলে ফিরে গিয়েছিল।'
যাদবপুরের বিজ্ঞান বিভাগের প্রাক্তনী সৌরভের বাবা নিরূপ চৌধুরী প্রান্তিক কৃষক। গ্রামবাসীদের কথায়, পরিবারের একমাত্র সন্তান সৌরভ। সবসময় বলত, জীবনে প্রতিষ্ঠিত হয়ে মা, বাবাকে সুখী করবে। ডব্লউবিসিএস অফিসার হওয়ার স্বপ্ন দেখত। সারাক্ষণ বইয়ে মুখ গুঁজে থাকা সেই ছেলেটাই কীভাবে এমন কর্মকাণ্ডে জড়িয়ে পড়লেন তা বুঝতে পাচ্ছেন না তাঁরা। তবে সকলেই চাইছেন, প্রকৃত সত্য সামনে আসুক। আর কোনও স্বপ্নদীপ যেন এভাবে অকালে না ঝরে যায়।
আরও পড়ুন: স্বপ্নদীপ ‘আশাকর্মী’ মায়ের জন্য ছাতা কিনেছিলেন, ছেলের ঘাতকরা নরপিশাচ! অঝোরে কাঁদছেন বাবা