শেষ আপডেট: 19th August 2023 07:19
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুরে ছাত্র মৃত্যুর ঘটনায় (Jadavpur University Student Death) গ্রেফতারির সংখ্যা দীর্ঘতর। ধৃত ৯ জনকে জেরা করে পাওয়া তথ্যের ভিত্তিতে শুক্রবার আরও তিন পড়ুয়াকে গ্রেফতার (Arrest) করেছে পুলিশ। সূত্রের খবর, ধৃতদের জেরা করে পুলিশের (Police) হাতে উঠে এসেছে একাধিক চাঞ্চল্যকর তথ্য। যা থেকে কর্তৃপক্ষের গা-ছাড়া মনোভাবও ক্রমেই স্পষ্ট হচ্ছে তদন্তকারীদের, দাবি সূত্রের।
ধৃতদের এমন বয়ানের সপক্ষে একাধিক তথ্যও পুলিশের হাতে এসেছে। যা থেকে তদন্তকারীদের একাংশের অনুমান, কর্তৃপক্ষের গা-ছাড়া মনোভাব না থাকলে হয়তো পড়ুয়া মৃত্যুর ঘটনা এড়ানো যেত।
সূত্রের খবর, সেই রাতে ব়্যাগিংয়ের ফলে পড়ুয়া মৃত্যুর পর নিহত পড়ুয়ার নাম করে লেখা হয়েছিল নকল চিঠি। তাতে পড়ুয়ার সই নকল করে সাক্ষরও করা হয়েছিল। এক পুলিশ কর্তার কথায়, “পড়ুয়া ভয় পেয়ে ঝাঁপ দিয়েছিল, এটা যেন জনসমক্ষে না আসে, সেটা প্রমাণ করতে অভিযুক্তরা সেই রাতে সব ধরনের চেষ্টা করেছিলেন। গোটা ঘটনায় কর্তৃপক্ষের ভূমিকাও খতিয়ে দেখা হচ্ছে।”
গত ৯ অগস্ট যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) মেন হস্টেলে তিনতলা থেকে পড়ে মৃত্যু হয় এক ছাত্রের। প্রথম বর্ষের ওই পড়ুয়া মৃত্যুতে উত্তাল রাজ্য রাজনীতি। কীভাবে ওই পড়ুয়া ওপর থেকে নীচে পড়লেন, মৃত্যুর আগে তাঁর সঙ্গে কোনও অত্যাচার করা হয়েছিল কি না, তদন্তে সব দিক খতিয়ে দেখছে পুলিশ।
আরও পড়ুন: বিজেপি নেতার বাড়ির উপর চলল বুলোডোজার! খাস কলকাতায় ভোট-পরবর্তী সন্ত্রাসের অভিযোগ