শেষ আপডেট: 26th September 2023 13:56
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: রাজ্যের চারিদিকে ছড়িয়ে পড়েছে আধার-ব্যাঙ্ক প্রতারণার জাল। সেই জাল কীভাবে বুনছে প্রতারকরা? এই প্রশ্নই ঘুম ছুটিয়েছে রাজ্য পুলিশের। ইসলামপুর থানার একটি সফল অভিযানের তদন্ত সাইবার প্রতারকদের (Islampur Cyber Fraud Case) জাল ছিঁড়তে আলোর দিশা দেখাচ্ছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, রাজ্য থেকে বহু শ্রমিক ভিন দেশে পাড়ি দেয়। তাদের কাজে লাগিয়ে এই জাল ছাড়াচ্ছে চক্রীরা। তদন্তকারীদের দাবি, কাজের সন্ধানে কেরল, রাজস্থান সহ একাধিক জায়গায় যান রাজ্যের পরিযায়ী শ্রমিকরা। সেখানে গিয়ে তাঁরা অসাধু চক্রের খপ্পরে পড়েন। মোটা টাকার লোভ দেখিয়ে তাদের কাজে লাগানো হয়। একেবারে হাতে কলমে প্রতারণার প্রশিক্ষণ দেওয়া হয় তাদের। ওই শ্রমিকরাই ফিরে এসে বাড়িতেই প্রতারণার ট্রেনিং সেন্টার খুলে বসেন। সেখানেই গ্রামের বেকারদের প্রশিক্ষণ দিয়ে তাদের দলে টানার চেষ্টা করে। একেবারে চেইন সিস্টেমে চলে এই প্রতারণা চক্রের জাল।
চোপড়া থেকে যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে দুজনের বয়স কুড়ির আশপাশে হলেও অন্যজন নেহাতই নাবালক। তদন্তকারীরা বলছেন, গ্রামের দিকে বেকার যুবক যুবতীর সংখ্যা বাড়ছে। তাই প্রতারকদের কাছে তাঁরাই 'সফ্ট টার্গেট' হয়ে দাঁড়িয়েছে। পুলিশের মতে সাইবার ক্রাইম চক্রের মূল জায়গা দক্ষিণ ও পশ্চিম ভারত। সেখান বসেই মূল চক্রীরা এরাজ্যে কলকাঠি নাড়ছে।
আরও পড়ুন: বেপরোয়া গাড়ির ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যু বর্ধমানে, হাসপাতালে বোন