শেষ আপডেট: 9th August 2023 16:04
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম বর্ধমান: বাবার লাইসেন্সড রিভলভার থেকে গুলিবিদ্ধ হল ১৩ বছরের মেয়ে (Injured Minor)! এমন ঘটনায় শোরগোল পড়ে গেছে আসানসোলে (Asansol)। আপাতত ওই নাবালিকা দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছে। মাথায় জটিল অস্ত্রোপচার করে গুলি বের করেছেন চিকিৎসকদের একটি টিম। তবুও ওই নাবালিকার অবস্থা খুবই সংকটজনক বলে জানা গেছে।
পরিবারের তরফে বলা হয়, মাথায় গুলি লেগেছে।সঙ্গে সঙ্গে তাঁরা চিকিৎসা শুরু করেন। মাথায় স্কেন করা হয়। তারপর জানা যায়, একটা গুলি মাথার বাঁদিক দিয়ে ঢুকে, ডানদিক থেকে বেরিয়ে গেছে। কিন্তু খুব কাছ থেকে বা পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি চালান হয়েছিল। তাই অনেকটাই ক্ষতি হয়েছে। সেদিনই একটা অপারেশন করা হয়েছিল। তবে নাবালিকার শারীরিক অবস্থা খুবই সঙ্কটজনক। এখনও তাকে পর্যবেক্ষণে রাখা হয়েছে।
যদিও সোমবার এই ঘটনার খবর ছড়িয়ে পড়তেই পুলিশের কাছে এবিষয়ে জানাতে চাওয়া হয়। কিন্তু আসানসোল উত্তর থানার পুলিশ মঙ্গলবার রাত পর্যন্ত বিষয়টি প্রকাশ্যে আনতে চাননি। বুধবার দুপুরে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষই ঘটনাটি সামনে নিয়ে আসে। এতে পুলিশ কিছুটা অস্বস্তিতে পড়েছে।
জানা গেছে, ১৩ বছরের ওই নাবালিকার বাবা আসানসোলের একজন নাম করা ব্যবসায়ী। তিনি আসানসোল পুর এলাকার গাড়ুই গ্রামের বাসিন্দা। তবে কীভাবে ওই নাবালিকা গুলিবিদ্ধ হয়েছে সেবিষয়ে পরিবার একেবারে মুখে কুলুপ এঁটেছে। আত্মহত্যা না খুন সেবিষয়ে রহস্য ঘনিয়েছে।
আরও পড়ুন: বোর্ড গঠনের পরেই তৃণমূলের পঞ্চায়েত সদস্যের ছেলে খুন! রক্তারক্তি খড়গ্রামে