শেষ আপডেট: 14th June 2023 09:59
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: মনোনয়ন জমাকে কেন্দ্র করে উত্তপ্ত ইন্দাস বিডিও অফিস চত্বর। বিজেপির অভিযোগ, মনোনয়ন জমা দিতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। বিডিও অফিস চত্বরে পুলিশের সঙ্গে রীতিমতো খণ্ডযুদ্ধ বাধে বিজেপি কর্মীদের।
বিজেপি নেতৃত্বের দাবি, নির্ধারিত সময়েই মনোনয়ন জমা দিতে গিয়েছিলেন তাঁরা। কিন্তু বিডিও অফিসে ঢুকতে বাধা দেওয়া হয়। তৃণমূলকে আগে মনোনয়ন জমা করার সুযোগ দেওয়া হয়। তাই জন্যই তাঁদের পথ আটকে দেয় পুলিশ। এসডিপিওর বিরুদ্ধে অন্যায়ভাবে লাঠিচার্জেরও অভিযোগ এনেছে বিজেপি।
বুধবার সকালে ইন্দাসে মনোনয়ন ঘিরে পুলিশের মধ্যে বচসা বাঁধে বিজেপি কর্মীদের। ক্রমে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। অভিযোগ, লাঠি নিয়ে পুলিশ তেড়ে গেলে আহত হন এক বিজেপির মহিলা প্রার্থী। পুলিশের বিরুদ্ধে মনোনয়নে বাধা দেওয়ার অভিযোগে বিজেপি বিধায়ক নির্মল ধাড়া বিডিও অফিসের সামনে ধর্নায় বসে পড়েন। স্লোগান দিতে থাকেন। বিষ্ণুপুরের এসডিপিও জানান, লাঠি নিয়ে আগে তেড়ে এসেছিল বিজেপির কর্মীরাই। পুলিশ তাদের আটকাতেই পাল্টা লাঠিচার্জ করে।
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের দাবি, এসডিপিও নিজে বিরোধীদের মনোনয়নপত্র জমা দিতে বাধা দিচ্ছেন। লাঠিচার্জ করছেন। বিষয়টি তাঁরা নির্বাচন কমিশনকে জানাবেন।
এদিনই আমরুল গ্রামপঞ্চায়েতের বিজেপি প্রার্থীদের গাড়ি আটকানোর অভিযোগ ওঠে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। পুলিশ জানিয়েছে, আগাম খবর পেয়ে তারা বাঁধের পাড়ে নাকা চেকিং চালাচ্ছিলেন। সেই সময় ওই বিজেপির পতাকা লাগানো দুটি গাড়ি থেকে বোমা উদ্ধার হয়। দুটি গাড়ির চালক-সহ আটজনকে আটক করা হয়।
মাওবাদীদের নামে পোস্টারে বিজেপি বিধায়ককে প্রাণনাশের হুমকি! তৃণমূলে যোগ দেওয়ার প্রস্তাব