শেষ আপডেট: 11th November 2019 11:54
শিল্পে মন্দা, দেশে বিদ্যুতের চাহিদা কমছে ১২ বছরের মধ্যে সবচেয়ে দ্রুত হারে
দ্য ওয়াল ব্যুরো : গত বছরের অক্টোবর মাসের তুলনায় এবছর অক্টোবর মাসে দেশে বিদ্যুতের চাহিদা ১৩.২ শতাংশ কমেছে। গত ১২ বছরে বিদ্যুতের চাহিদা কখনই এত বেশি হারে কমেনি। সরকারের দেওয়া এই তথ্যে শিল্পের করুণ হালই ধরা পড়েছে বলে পর্যবেক্ষকদের ধারণা। গত তিন মাস ধরে দেশে বিদ্যুতের চাহিদা কমছে হু হু করে। মূলত শিল্পেই বিদ্যুৎ প্রয়োজন হয়। পর্যবেক্ষকদের মতে, যে দেশ ২০২৪ সালের মধ্যে ৫ হাজার কোটি ডলারের অর্থনীতি হয়ে উঠতে চায়, তার পক্ষে বিদ্যুতের চাহিদা এইভাবে কমে যাওয়া বেশ উদ্বেগজনক। এর আগে জানা গিয়েছে, জুন মাসে শেষ হওয়া ত্রৈমাসিকে মোট জাতীয় উৎপাদনের বিকাশের হার গত ছ’বছরের মধ্যে সবচেয়ে কম। দেশে ভোগ্যপণ্যের চাহিদা কমেছে। নানা খাতে সরকারের ব্যয়বরাদ্দও কমে গিয়েছে। দিল্লির ন্যাশনাল ইনস্টিটিউট অব পাবলিক ফিনান্স অ্যান্ড পলিসি-র অধ্যাপক এন আর ভানুমূর্তি বলেন, “শিল্পে গভীর মন্দা দেখা দিয়েছে। এর ফলে নানা মহলে বাড়ছে উদ্বেগ। তাতে চলতি বছরে অর্থনৈতিক বিকাশের সম্ভাবনা আরও কমবে।” দেশের দু’টি শিল্পোন্নত রাজ্য মহারাষ্ট্র ও গুজরাতে বিদ্যুতের চাহিদা কমেছে সবচেয়ে বেশি। মহারাষ্ট্রে চাহিদা কমেছে ২২.৪ শতাংশ এবং গুজরাতে কমেছে ১৮.৮ শতাংশ। সেন্ট্রাল ইলেকট্রিসিটি অথরিটি থেকে প্রকাশিত তথ্যে জানা যায়, উত্তর-পূর্বের কয়েকটি ছোট রাজ্য বাদ দিয়ে সারা দেশেই বিদ্যুতের চাহিদা কমেছে। বিদ্যুতের পাশাপাশি চাহিদা কমেছে জ্বালানিরও। যে দেশের অর্থনীতি যত তেজি সেখানে জ্বালানির ব্যবহারও তত বেশি হয়। জ্বালানির ব্যবহার কমা মানে দেশের অর্থনৈতিক বিকাশ যথোপযুক্ত হারে হচ্ছে না।