Date : 10th Jul, 2025 | Call 1800 452 567 | info@thewall.in
আধুনিক 'স্কিন ট্রিটমেন্ট'-এর নামে ক্যানসারের ঝুঁকি নিচ্ছেন না তো? খুঁটিনাটি জানালেন চিকিৎসকমেনোপজের সময় মেয়েদের ডায়েটে কী কী খাবার থাকা উচিত, জানালেন করিনা কাপুরের ডায়েটিশিয়ান ‘নুন খেয়ে গুণ গাইতে হয়’, দাগিদের পক্ষ নিয়ে আদালতে রাজ্য, ক্ষোভে ফুঁসছেন চাকরিহারা মেহেবুবআঁধারঅভিসারিকা, আলােক-সন্ধানী সুচিত্রা সেনের আড়াল জীবনে একমাত্র আলো শ্রীশ্রী রামকৃষ্ণ শববাহী গাড়িতে মদ খেয়ে বেহুঁশ চালক আর খালাসি! উত্তরপাড়ার ছবি ভাইরাল হতেই শোরগোলনায়িকা বানানোর টোপ! ছবি তৈরির নামে নগ্ন করে শ্লীলতাহানির অভিযোগ, পুলিশের জালে দুই'এটা একটা সুন্দর অনুভূতি', সন্তান আগমনের খবরে আর কী বললেন রাজকুমার রাও?আলোর ঝলকানি আর শরীরে শুধু সাদা মনোকিনি, ফটোশুটে নজর কাড়লেন প্রজ্ঞা জয়সওয়ালএসএনইউ-তে স্বাস্থ্যবিজ্ঞান পাঠে নতুন শিক্ষা পদ্ধতি, কেন এই কোর্স সম্ভাবনাময়বর্ষাকাল শুরু হলেই পেটের সমস্যা সঙ্গী! কী করবেন, কোনটা এড়িয়ে চলবেন - পরামর্শ দিলেন চিকিৎসক

জয়ী নির্দল প্রার্থীর ‘ঘরওয়াপসি’, অভিষেকের নির্দেশকে বুড়ো আঙুল জলপাইগুড়ি তৃণমূলের

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের আগে তখন পুরোদমে চলছিল তৃণমূলের (TMC) নবজোয়ার যাত্রা। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, কেউ যদি দলের নির্দেশকে অমান্য করে নির্দল হয়ে ভোটে লড়েন এবং জিতেও যান, তাহলেও

জয়ী নির্দল প্রার্থীর ‘ঘরওয়াপসি’, অভিষেকের নির্দেশকে বুড়ো আঙুল জলপাইগুড়ি তৃণমূলের

শেষ আপডেট: 12 July 2023 06:23

দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: পঞ্চায়েত ভোটের আগে তখন পুরোদমে চলছিল তৃণমূলের (TMC) নবজোয়ার যাত্রা। সেখান থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছিলেন, কেউ যদি দলের নির্দেশকে অমান্য করে নির্দল হয়ে ভোটে লড়েন এবং জিতেও যান, তাহলেও তাঁকে আর কোনও অবস্থাতেই দলে ফেরানো হবে না। কিন্তু বাস্তবে সেকেন্ড ইন কমান্ডের সেই কড়া নির্দেশকে একেবারে বুড়ো আঙুল দেখাল তৃণমূল কর্মীরা। ভোটে জেতার পরেই মান অভিমান ভুলে কিছুটা সাফাই গেয়ে আনুষ্ঠানিকভাবে নির্দল প্রার্থীর হাতে দলীয় পতাকা তুলে দিলেন জলপাইগুড়ির (Jalpaiguri) তৃণমূল নেতারা।

জানা গেছে, তৃণমূলের (TMC) কিট না পেয়ে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙা ২ গ্রাম পঞ্চায়েতের ১৬/২১৮ নম্বর বুথে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করেছিলেন নমিতা রায়।

মঙ্গলবার ভোটের ফল প্রকাশ হতে দেখা যায় তিনি জিতেছেন। এরপর বিকেলবেলায় তাঁর হাতে দলীয় পতাকা তুলে দিয়ে ফের দলে ফিরিয়ে নেন স্থানীয় তৃণমূল নেতারা। শুধু নমিতা দেবীই নন, তাঁর স্বামীর হাতেও পতাকা তুলে দেন তৃণমূল নেতারা। এরপর সকলে মিলে এলাকায় বিজয় মিছিল বের করেন।

TMC, Jalpaiguri

দলে ফিরে উচ্ছ্বসিত নমিতা রায় নিজেও। তিনি বলেন, “আমি তৃণমূল কংগ্রেসের একনিষ্ঠ কর্মী ছিলাম। মাঝে মনোমালিন্য হওয়ায় নির্দল প্রার্থী হিসেবে লড়েছি। ভোটে জেতার পর তৃণমূল কংগ্রেসের সঙ্গে আলোচনা করে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের দলে ফিরলাম।”

TMC, Jalpaiguri

ঘটনায় তৃণমূলের ময়নাগুড়ি-২ এর ব্লক সভাপতি শিবশঙ্কর দত্ত টেলিফোনে জানান, স্থানীয় তৃণমূল নেতৃত্ব তাঁকে দলে ফিরিয়েছে। বিষয়টি আমরা এবার জেলা নেতৃত্বকে জানাবো। তারা বিষয়টি বিবেচনা করবে। তিনি এও বলেন যে, “বিজেপি থেকে জেতা কয়েকজন আমাদের সঙ্গে যোগাযোগ করেছে। তাঁরা তৃণমূলে নাম লেখাতে চায়। তবে গোটা বিষয়টিই উচ্চ নেতৃত্বের হাতে।”

তপনের দণ্ডি-কাণ্ডের নির্যাতিতা শিউলির বড় জয় পঞ্চায়েতে! কোন অঙ্কে বাজিমাত


ভিডিও স্টোরি