শেষ আপডেট: 10th September 2024 19:47
দ্য ওয়াল ব্যুরো, মালদহ: এবার আরজি কর কাণ্ডের জেরের মালদা শাখার সভাপতিকে সরিয়ে দিল আইএমএ। অভিযোগ, গত ৯ অগস্ট আরজি কর মেডিক্যালের ক্রাইম সিনে দেখা গিয়েছিল তপস চক্রবর্তীকে। সেদিন কেন তিনি ক্রাইম সিনে উপস্থিত ছিলেন, সেবিষয়ে উপযুক্ত ব্যাখা না দেওয়া পর্যন্ত মালদা শাখার সভাপতির দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন।
আইএমএ এই সিদ্ধান্ত নিয়ে তাপস চক্রবর্তী বলেন, 'রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকে যোগ দিতে কলকাতায় গেছিলাম। ৯ অগাস্ট বৈঠকের মধ্যে হঠাৎই আরজি কর মেডিক্যালে মর্মান্তিক ঘটনার খবর আসে। রাজ্য মেডিক্যাল কাউন্সিলের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আরজি কর মেডিক্যালে গেছিলাম। রাত সাড়ে ৪টে থেকে- ৬টা সোয়া ছটা পর্যন্ত ছিলাম।'
আরজি কর হাসপাতালে চিকিৎসক পড়ুয়ার ধর্ষণ ও খুন ঘটনা নিয়ে ভাইরাল একটি ভিডিও ঘিরে বিতর্ক তুঙ্গে উঠেছে। গত ৯ অগস্ট ক্রাইম সিন থাকা ও নানা দুর্নীতির অভিযোগে সুশান্ত রায়, অভীক দে, তাপস চক্রবর্তী, দীপাঞ্জন হালদার ও বীরূপাক্ষ বিশ্বাসদের সাসপেন্ড করেছে রাজ্য় মেডিক্য়াল কাউন্সিল। রাজ্য় মেডিক্যাল কাউন্সিলের প্রেসিডেন্ট সুদীপ্ত রায়কে চিঠি পাঠিয়ে পদত্যাগ করতে অনুরোধ করেছে মেডিক্য়াল অ্য়াসোসিয়েশনের রাজ্য় শাখা। আর এবার সরিয়ে দেওয়া হল আইএমএ-র মালদা শাখার সভাপতি তাপস চক্রবর্তীকে।