শেষ আপডেট: 13th July 2018 09:31
রাষ্ট্রপতির সফরের আগেই অশান্তির ইঙ্গিত আইআইটিতে
দ্য ওয়াল ব্যুরো, পশ্চিম মেদিনীপুর : রাষ্ট্রপতি সফরের আগেই অশান্তির ইঙ্গিত খড়গপুর আইআইটিতে। শুক্রবার সাংবাদিক সম্মেলন করে ধর্মঘটের হুমকি দিল অস্থায়ী কর্মীদের জয়েন্ট ফোরাম। অস্থায়ী শ্রমিকরা ধর্মঘটে নামলে আইআইটির সমস্ত বিভাগের ক্যাটারিং পরিষেবা ও সাফাই বন্ধ হওয়ার আশঙ্কা। ২০ তারিখ খড়গপুর আইআইটি'র ৬৪ তম বার্ষিক সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। রাষ্ট্রপতির এই সফরের আগে আইআইটি'তে আন্দোলনের হুমকি দিল অস্থায়ী শ্রমিকরা। তাঁদের বক্তব্য, অন্যায় ভাবে অস্থায়ী শ্রমিকদের প্রায় ৩৬ জনকে ছাঁটাই করেছে ঠিকাদার সংস্থা। শুধু তাই নয়, চুক্তির ভিত্তিতে যোগ দেওয়া এইসব কর্মীদের অন্যায়ভাবে ঠিকাদারের আওতায় আনা হয়েছে। আইআইটির অধিকাংশ কর্মী আধিকারিকের জন্য বায়োমেট্রিক পদ্ধতিতে উপস্থিতি চালু না হলেও অস্থায়ী কর্মীদের দিনে চারবার বায়োমেট্রিক পদ্ধতিতে হাজিরা দিতে হয়। এমন বেশ কিছু সমস্যা নিয়ে আগামী ১৭ই জুলাই গণভোটের ডাক দিয়েছে অস্থায়ী কমীরা। গণভোটের মাধ্যমে ঠিক হবে তারা ধর্মঘটে যাবেন কিনা। এখন পর্যন্ত যা ঠিক তাতে ধর্মঘটের পক্ষে সায় রয়েছে অস্থায়ী শ্রমিকদের প্রায় সকলেরই। খড়গপুর আইআইটিতে প্রায় ৩০০০ অস্থায়ী শ্রমিক। তাঁরা ধর্মঘট শুরু করলে আইআইটি চত্বরের সাফাই থেকে আইআইটির মধ্যে থাকা ক্যান্টিন, হোস্টেল এবং মেসের রান্না বা খাদ্য সরবরাহের মতো গুরুত্বপূর্ণ কাজ ব্যাহত হবে। তারআগে আইআইটি কর্তৃপক্ষ শ্রমিকদের সঙ্গে আলোচনায় বসে সমস্যা মিটিয়ে নিতে পারেন কিনা, সেদিকেই এখন নজর।