শেষ আপডেট: 8th October 2024 16:23
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: নিরাপত্তা সুনিশ্চিত না হলে আরজিকরের মতোই গণ ইস্তফার হুঁশিয়ারি দিলেন রায়গঞ্জ মেডিক্য়ালের চিকিৎসকরা। অন্যদিকে ডাক্তাররা না থাকলে শুধুমাত্র অক্সিজেন দেওয়া ছাড়া আর কোনও কাজ করবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন নার্সরা। সবমিলিয়ে পুজোর মুখে কার্যত অচলাবস্থা তৈরি হতে চলেছে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে।
মঙ্গলবার রায়গঞ্জ মেডিক্যালের এমএসভিপির ঘরে বিক্ষোভ শুরু করেন ডাক্তার ও নার্সরা। ঘরে উপস্থিত পুলিশ কর্তাদের ঘিরে ধরেও বিক্ষোভ চলে। কোনও সমাধান সুত্র না মেলা পর্যন্ত অবস্থান চলবে বলে জানিয়ে দিয়েছেন তাঁরা।
সোমবার রাতে এক রোগীর মৃত্যুর পরেই রায়গঞ্জ মেডিকেলের মহিলা মেডিসিন বিভাগে কর্তব্যরত নার্স ও ডাক্তারদের উপর চড়াও হয় মৃতার পরিজনরা। অভিযোগ ১৫-২০ জনের একটি দল ওয়ার্ডে ঢুকে মারধর করে সেখানে উপস্থিত ডাক্তার ও নার্সদের। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। স্বাস্থ্যকর্মীদের দাবি, রাত্রি সাথী নামে অ্যাপস থাকলেও আদতে কোনও নিরাপত্তা ব্যবস্থা নেই। ওয়ার্ড গুলোতে কোনও নিরাপত্তা কর্মী ও পুলিশ থাকে না। তাই বারবার বিভিন্ন হাসপাতালে এমন ধরনের ঘটনা ঘটছে।
তুমুল বিক্ষোভের খবর পেয়ে এদিন দুপুরে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন রায়গঞ্জের মহকুমাশাসক কিংশুক মাইতি, রায়গঞ্জ পুলিশ জেলার ডিএসপি (সদর) সহ প্রশাসনিক কর্তারা।
এদিকে রায়গঞ্জ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসক ও নার্সদের নিগ্রহের ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের নাম আরিফ সরকার ও মহম্মদ কাইয়ুম। তাদের বাড়ি রায়গঞ্জ থানার বাহীন গ্রাম পঞ্চায়েতের কুমারজল গ্রামে। ধৃতদের মঙ্গলবার রায়গঞ্জ জেলা আদালতে পেশ করে হেফাজতের দাবি জানানো হয়।