শেষ আপডেট: 9th July 2020 18:30
দ্য ওয়াল ব্যুরো: প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনতে দুই দেশের বাহিনীই সেনা সরানোর সিদ্ধান্ত নিয়েছে। পূর্ব লাদাখের গালওয়ান, হটস্প্রিং, দেপসাং এলাকায় চিনা বাহিনী কিছুটা পিছু হটলেও চিন্তা বাড়ছে প্যাঙ্গং সো রেঞ্জের ফিঙ্গার এলাকাগুলো। পাহাড়ি খাঁজের ফিঙ্গার পয়েন্টগুলিতে এখনও চিনের লাল ফৌজ ঘাঁটি গেড়ে রয়েছে বলে ভারতীয় সেনাবাহিনী সূত্রে খবর। যে কোনও পরিস্থিতির জন্যই প্রস্তুত থাকতে তাই কমব্যাট এয়ার পেট্রোলিং বন্ধ করছে না ভারতীয় বায়ুসেনা। রাতের বেলাতেও সীমান্ত এলাকায় কড়া নজর রাখার জন্য মিগ-২৯ ফাইটার জেটের নয়া ভার্সন নামানো হচ্ছে লেহ এয়ারবেসে।
ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, মিগ-২৯ ফাইটার জেটের আধুনিক ভ্যারিয়ান্টে এমন সেন্সর ও ক্যামেরা লাগানো আছে যা রাতের বেলাতেও কাজ করতে পারে। যে কোনও পরিবেশ ও আবহাওয়ার পরিস্থিতিতে টার্গেটে আঘাত করতে পারে মিগের এই নয়া ভ্যারিয়ান্ট। প্রকৃত নিয়ন্ত্রণরেখার গালওয়ান ও গোগরা হটস্প্রিংয়ে বিতর্কিত পেট্রোলিং পয়েন্টগুলোতে রাতের সময়েও কড়া নজরদারি রাখতে পারবে এই যুদ্ধবিমান। আর লেহ এয়ারবেস থেকে খুব দ্রুত এলএসি-তে চলে আসাও সম্ভব মিগের।