শেষ আপডেট: 4th December 2023 19:53
দ্য ওয়াল ব্যুরো, শিলিগুড়ি: বিবাহ বর্হিভূত সম্পর্কে রয়েছেন স্ত্রী, সেই সন্দেহে খুন করেন স্বামী। খুনের পর চা বাগানে গিয়ে ফেলে আসে দেহ। এমনকী পুলিশের চোখে ধুলো দিতে স্বামী নিজেই স্ত্রীর নিঁখোজ ডায়েরি করেছিলেন। এরপর বহাল তবিয়তে ঘুরছিলেন বাইরে। কিন্তু শেষরক্ষা হল না। পুলিশের জালে ধরা পড়লেন অভিযুক্ত। সোমবার ঘটনার পুননির্মাণ করে দেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি শিলিগুড়ি সংলগ্ন বাগডোগরা থানার অন্তর্গত পুটিয়ারি এলাকায়।
অভিযুক্তর নাম মহাদেব বিশ্বাস। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৪ নভেম্বর ওই ব্যক্তি তাঁর স্ত্রী রিনা বিশ্বাসকে শ্বাসরোধ করে হত্যা করেন। এরপর বালাসন নদীর ধারে একটি জঙ্গলে স্ত্রীর দেহ ফেলে আসেন। তারপর থেকে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন তিনি।
এদিকে বোন রিনার খোঁজ না পেয়ে তাঁর দিদি প্রভাতী বিশ্বাস হন্যে হয়ে খোঁজাখুঁজি শুরু করেন। বোনের স্বামীকেও তাঁর স্ত্রীর বিষয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেন তিনি। তখনই মহাদেবের অসংলগ্ন কথাবার্তা থেকে তাঁর সন্দেহ হয়। এরপর শনিবার রাতে বাগডোগরা থানায় মহাদেবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি। সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে মহাদেব বিশ্বাসকে গ্রেফতার করে পুলিশ।
দীর্ঘ পুলিশি জেরার মুখে সমস্ত কুকীর্তি স্বীকার করেন মহাদেব। পুলিশকে অভিযুক্ত জানিয়েছেন, সন্দেহের বশেই তিনি তাঁর স্ত্রীকে হত্যা করেছেন। এরপর দেহ লোপাট করাতে নির্জন জায়গায় মৃতদেহ ফেলে এসেছিলেন।
গত ১৪ তারিখের ঘটনা হওয়ায় মৃতদেহ ইতিমধ্যেই কঙ্কালে পরিণত হয়েছে। মৃতের পোশাক দেখে দিদি প্রভাতী বিশ্বাস শনাক্ত করেন। পুলিশ মৃতের শরীরের হাড়গুলি সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। একইসঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।