শেষ আপডেট: 1st June 2023 02:42
হাওড়ায় মহিলাকে ফ্ল্যাট থেকে উচ্ছেদের চেষ্টা, প্রোমোটারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: এক মহিলাকে ফ্ল্যাট থেকে উচ্ছেদ করার চেষ্টা। বাধা দিতে গিয়ে ওই মহিলাকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগ উঠল এক প্রোমোটার সহ তিনজনের বিরুদ্ধে।
জানা গিয়েছে, গোলাবাড়ি থানা এলাকার ত্রিপুরা রায় লেনের একটি ফ্ল্যাটে থাকেন ওই মহিলা। বছর পাঁচেক আগে তিনি এই ফ্ল্যাটটি কিনেছিলেন। অভিযোগকারিণী পেশায় ফিজিওথেরাপিস্ট। তিনি মেয়েকে নিয়ে ফ্ল্যাটে একাই বসবাস করেন।
মহিলার অভিযোগ, কয়েকমাস ধরেই ওই প্রোমোটর তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করছিলেন। তাকে কু’প্রস্তাবও দেন। সেই প্রস্তাবে রাজি না হওয়ায় তার ফ্ল্যাট রেজিস্ট্রি করতে অস্বীকার করেন। উল্টে অতিরিক্ত টাকা চাওয়া হয়। মহিলার জলের লাইনও কেটে দেওয়া হয়। পুলিশের দ্বারস্থ হলে আরও হুমকি দিতে থাকেন ওই প্রোমোটর ও তাঁর দলবল।
পুলিশের কাছে মহিলার মেয়ের আরও অভিযোগ, বুধবার তাঁর মাকে মারধর করে ওই প্রোমোটর ও তাঁর লোকজন। গলা টিপে খুনের চেষ্টা করা হয় মহিলাকে।
প্রতিবেশীরা জানান, ‘আক্রান্ত’ মহিলাকে অচৈতন্য অবস্থায় রাস্তায় পড়ে থাকতে দেখেন তাঁরা। অভিযোগ ওই মহিলার গলা চেপে ধরা হয়েছিল। তাঁদের দাবি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিক পুলিশ। যদিও ওই প্রোমোটার সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন।
অভিযুক্ত জানান, জলের লাইন নিয়ে একজনের সঙ্গে ওই মহিলার ঝামেলা হয়। তাতে অভিযোগকারিণীই প্রথমে গালিগালাজ করে ওই ব্যক্তির উপর চড়াও হন। বচসা চলাকালীন সেই মহিলা অসুস্থ হয়ে পড়লে প্রোমোটারের লোকেরাই মহিলাকে হাসপাতালে নিয়ে যান চিকিৎসার জন্য।
পুলিশ সূত্রে জানা গেছে, নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে শ্লীলতাহানি সহ একাধিক ধারায় মামলা করা হয়েছে। তদন্ত নেমেছে পুলিশ।
হাসপাতাল থেকে ছাড়িয়ে ওঝার কাছে, প্রাণ গেল গোসাবার সাপে কাটা যুবকের